IPL 2024: শুবমান গিল-সাই সুদর্শনের শতরান, সিএসকে-র বিরুদ্ধে গুজরাট ২৩১/৩

Published : May 10, 2024, 09:19 PM ISTUpdated : May 10, 2024, 09:44 PM IST
Sai Sudharsan GT vs SRH

সংক্ষিপ্ত

শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ খেলতে নেমেছে গতবারের রানার্স গুজরাট টাইটানস। এই ম্যাচে হারলেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে গুজরাট।

গতবার ঘরের মাঠ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল গুজরাট টাইটানস। শুক্রবার ঘরের মাঠেই সিএসকে-র মুখোমুখি হয়েছে গুজরাট। এই ম্যাচও শুবমান গিলদের কাছে কার্যত ফাইনাল। ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়ে লিগ টেবলে সবার শেষে গুজরাট। সিএসকে-র কাছে হেরে গেলেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবেন শুবমান গিলরা। ফলে এই ম্যাচ জিততে তাঁরা মরিয়া। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখালেন শুবমান, সাই সুদর্শন। এরপর বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে পারবে গুজরাট।

গুজরাটের ওপেনারদের অসামান্য ব্যাটিং

এদিন অসাধারণ ব্যাটিং করলেন গুজরাটের অধিনায়ক শুবমান এবং অপর ওপেনার সুদর্শন। ৫১ বলে ১০৩ রান করেন সুদর্শন। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারি। ৫৫ বলে ১০৪ রান করেন শুবমান। তিনি ৯টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি মারেন। ওপেনিং জুটিতে যোগ হয় ২১০ রান। শেষপর্যন্ত ৩ উইকেটে ২৩১ রান করল গুজরাট। শুবমান ও সুদর্শন ছাড়া অন্য কোনও ব্যাটার বড় স্কোর করতে পারেননি। ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ৩ বলে ২ রান করেন শাহরুখ খান। সিএসকে-র হয়ে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন তুষার দেশপাণ্ডে। ৪ ওভারে ৬০ রান দেন সিমরজিৎ সিং। ৪ ওভারে ৫২ রান দেন ড্যারিল মিচেল। ২ ওভারে ২৯ রান দেন রবীন্দ্র জাডেজা

শুবমানের প্রশংসায় সুদর্শন

ইনিংসের বিরতিতে সুদর্শন বলেছেন, ‘গিলকে ব্যাট করতে দেখে খুব ভালো লেগেছে। ওর কাছ থেকে আমি অনেককিছু শিখছি। আমি সব ম্যাচেই সেরা পারফরম্যান্স দেখানোর চেষ্টা করি। এই শতরান আমার কাছে বিশেষ ইনিংস।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: মরণ-বাঁচন ম্যাচে জয় আরসিবি-র, প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল পাঞ্জাব

Cancer Awareness: ক্যান্সার সচেতনতার প্রচার, কেকেআর-এর বিরুদ্ধে ল্যাভেন্ডার জার্সিতে গুজরাট

Mumbai Indians: প্রথম দল হিসেবে আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল মুম্বই

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?