সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ পয়েন্ট তালিকায় সবার শেষে গুজরাট টাইটানস। ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না শুবমান গিলরা। তবে তাঁরা মাঠের বাইরে ভালো কাজের নজির রাখছেন।

ক্যান্সার সচেতনতার প্রচারে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ল্যাভেন্ডার জার্সি পরে খেলবে গুজরাট টাইটানস। ১৩ মে কেকেআর-এর মুখোমুখি হতে চলেছে গুজরাট। এই ম্যাচেই শুবমান গিলদের বিশেষ জার্সি পরে খেলতে দেখা যাবে। শুরুতেই ক্যান্সার চিহ্নিতকরণ, ঠিকমতো চিকিৎসা, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পাওয়ার জন্য জীবনযাপনের ধারা বদলের মতো বিষয়গুলি নিয়ে প্রচার করাই লক্ষ্য। মানুষ যাতে ক্যান্সারের বিষয়ে সচেতন হন, সেটাই নিশ্চিত করার চেষ্টা শুবমানদের। ক্রিকেটপ্রেমীরা তাঁদের এই উদ্যোগের প্রশংসা করছেন। আইপিএল-এর মঞ্চে ক্যান্সার সচেতনতার বিষয়ে প্রচার করলে সারা বিশ্বেই বার্তা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

ক্যান্সার সচেতনতায় বার্তা শুবমানের

২০২৩ সালের আইপিএল-এও ক্যান্সার সচেতনতার প্রচারে বিশেষ জার্সি পরে খেলেছিল গুজরাট টাইটানস। এবারও একই উদ্যোগ নেওয়া হল। ১৩ মে চলতি আইপিএল-এ ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামছেন গুজরাট। সেই ম্যাচেই ক্যান্সার সচেতনতার প্রচার করতে চলেছে গুজরাট। এ বিষয়ে অধিনায়ক শুবমান বলেছেন, ‘ক্রীড়াবিদ হিসেবে আমরা সামাজিক দায়িত্বের বিষয়ে সচেতন। আমাদের অনুরাগী ও সমাজের প্রতি দায়িত্ব আছে। ল্যাভেন্ডার জার্সি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা ব্যক্তিদের সঙ্গে আমাদের একাত্ম করে তোলে। এর মাধ্যমে আমরা তাঁদের সাহসিকতাকে সম্মান জানাই। আশা করি আমরা সবাই একসঙ্গে বিশ্বে এমন অবদান রাখতে পারব যেখানে সচেতনতা ও শিক্ষার মাধ্যমে ক্যান্সারের বোঝা অতিক্রম করা সম্ভব হবে।’

 

 

ক্রমশঃ ঘাতক হয়ে উঠছে ক্যান্সার

সারা বিশ্বের মতোই ভারতেও ক্যান্সার আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গত এক দশকে ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ২৬ শতাংশ বেড়ে গিয়েছে। ২০২০ সালের তুলনায় ২০২৫ সালে ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ১২.৮ শতাংশ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণেই ক্যান্সার সচেতনতা জরুরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Health Tips:বেশিক্ষণ রোদে থাকলে হতে পারে ক্যান্সার ! জেনে নিন নিজেকে কীভাবে রক্ষা করবেন

রোজকার ব্যবহারের এই সাধারণ জিনিসগুলো থেকে ছড়াচ্ছে ক্যান্সার! সাবধান হয়ে যান আজই

ভারতীয় মহিলাদের মধ্যে শাড়ি থেকে দ্রুত ছড়াচ্ছে ক্যান্সার! জেনে নিন কীভাবে নিজেকে বাঁচাবেন