টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলে বেশ কিছু বদল আসতে পারে। বিসিসিআই সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্সের উপর অনেককিছু নির্ভর করছে।
আগামী মাসেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআই-এর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ফলে তার আগেই নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দেবে বিসিসিআই। এমনই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি ইঙ্গিত দিয়েছেন, দ্রাবিড়ের পরিবর্তে নতুন কাউকে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে। বিসিসিআই সচিব বলেছেন, 'রাহুলের মেয়াদ জুন পর্যন্ত। এরপর ও যদি ফের কোচ হওয়ার জন্য আবেদন জানাতে চায়, তাহলে কোনও বাধা নেই। নতুন প্রধান কোচ ঠিক করার পরেই তাঁর সঙ্গে আলোচনার ভিত্তিতে ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ ঠিক করা হবে।' দ্রাবিড়ের পরিবর্তে বিদেশি কোচও নিয়োগ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জয় শাহ। তবে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স কেমন হয় তার উপর সবকিছু নির্ভর করছে।
সব ফর্ম্যাটে একজনই প্রধান কোচ
সম্প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড বিভিন্ন ফর্ম্যাটে আলাদা কোচ নিয়োগ করেছে। তবে বিসিসিআই সে পথে হাঁটছে না বলে জানিয়ে দিয়েছেন জয় শাহ। তিনি বলেছেন, ‘নতুন কোচ ভারতীয় হবেন না বিদেশি, সে ব্যাপারে আমরা কিছু বলতে পারি না। ক্রিকেট পরামর্শদাতা কমিটিই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বিভিন্ন ফর্ম্যাটের জন্য আলাদা কোচ নিয়োগ করা হবে না সব ফর্ম্যাটের জন্য একজনই কোচ থাকবেন, সে ব্যাপারেও ক্রিকেট পরামর্শদাতা কমিটিই সিদ্ধান্ত নেবে। তবে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থের মতো অনেক ক্রিকেটার আছে যারা সব ফর্ম্যাটে খেলে। তাছাড়া ভারতে আলাদা ফর্ম্যাটের জন্য আলাদা কোচ নিয়োগের প্রথা নেই।’
দীর্ঘমেয়াদী ভিত্তিতে কোচ নিয়োগ
বিসিসিআই সচিব জানিয়েছেন, যাঁকেই নতুন কোচ হিসেবে নিয়োগ করা হোক না কেন, প্রাথমিকভাবে তাঁর সঙ্গে ৩ বছরের জন্য চুক্তি করা হবে। পরবর্তীকালে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: মরণ-বাঁচন ম্যাচে জয় আরসিবি-র, প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল পাঞ্জাব
Cancer Awareness: ক্যান্সার সচেতনতার প্রচার, কেকেআর-এর বিরুদ্ধে ল্যাভেন্ডার জার্সিতে গুজরাট
IPL 2024: ১০ ওভারের মধ্যেই ১০ উইকেটে জয়! লখনউকে উড়িয়ে দিল হায়দরাবাদ