IPL 2024: মরণ-বাঁচন ম্যাচে জয় আরসিবি-র, প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল পাঞ্জাব

চলতি আইপিএল-এর আর ২ সপ্তাহ বাকি। লিগ পর্যায়ের ম্যাচগুলি শেষের দিকে। কোন ৪ দল প্লে-অফে খেলবে, সেটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে। একইসঙ্গে আবার এক এক করে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাচ্ছে দলগুলি।

ধরমশালায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬০ রানে হারিয়ে চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের লড়াইয়ে অঙ্কের বিচারে টিকে থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল পাঞ্জাব। এদিন আরসিবি-র হয়ে অসাধারণ ব্যাটিং করলেন বিরাট কোহলি, রজত পতিদার ও ক্যামেরন গ্রিন। অল্পের জন্য শতরান হারালেন বিরাট। পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে লড়াই করেন রিলি রসুউ ও শশাঙ্ক সিং। বল হাতে ভালো পারফরম্যান্স দেখান হর্ষল প্যাটেল। আরসিবি-র হয়ে ভালো বোলিং করেন মহম্মদ সিরাজ, স্বপ্নিল সিং, লকি ফার্গুসন ও করণ শর্মা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৪১ রান করে আরসিবি। জবাবে ১৮১ রানে অলআউট হয়ে যায় পাঞ্জাব। এদিন হারের ফলে ১২ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে পাঞ্জাব। ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আরসিবি।

স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাব বিরাটের

Latest Videos

এদিন আরসিবি-র ইনিংসের সেরা ব্যাটার বিরাট। ৪৭ বলে ৯২ রানের অসামান্য ইনিংস খেলেন এই তারকা ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। এদিন বিরাটের স্ট্রাইক রেট ছিল ১৯৫.৭৪। টি-২০ বিশ্বকাপের আগে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মোক্ষম জবাব দিলেন বিরাট। ২৩ বলে ৫৫ রান করেন পতিদার। তিনি ৬টি বাউন্ডারি ও ৩টি বাউন্ডারি মারেন। ২৭ বলে ৪৬ রান করেন গ্রিন। পাঞ্জাবের হয়ে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন হর্ষল।

লড়াই করেও হার পাঞ্জাবের

পাঞ্জাবের হয়ে ২৭ বলে ৯টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৬১ রান করেন। ১৯ বলে ৩৭ রান করেন শশাঙ্ক। আরসিবি-র হয়ে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন সিরাজ। ২৮ রান দিয়ে ২ উইকেট নেন স্বপ্নিল। ২৯ রান দিয়ে ২ উইকেট নেন ফার্গুসন। ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন করণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Cancer Awareness: ক্যান্সার সচেতনতার প্রচার, কেকেআর-এর বিরুদ্ধে ল্যাভেন্ডার জার্সিতে গুজরাট

Mumbai Indians: প্রথম দল হিসেবে আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল মুম্বই

IPL 2024: ১০ ওভারের মধ্যেই ১০ উইকেটে জয়! লখনউকে উড়িয়ে দিল হায়দরাবাদ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News