IPL 2024 Playoffs: লখনউকে হারিয়ে আরসিবি-কে অক্সিজেন দিল দিল্লি, বাকি দলগুলি কোন জায়গায়?

এবারের আইপিএল-এ লিগ পর্যায়ে আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। প্লে-অফের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। ২টি্ জায়গার জন্য লড়াইয়ে আছে ৫টি দল।

মঙ্গলবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ১৯ রানে হারিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্স আগেই প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে। লখনউয়ের বিরুদ্ধে দিল্লির জয়ের ফলে রাজস্থান রয়্যালসও প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে। প্লে-অফে আর ২টি জায়গা বাকি। লড়াইয়ে আছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ। সবচেয়ে ভালো জায়গায় হায়দরাবাদ। দিল্লির সুযোগ কার্যত নেই। লখনউয়ের পক্ষেও প্লে-অফের যোগ্যতা অর্জন করা খুব কঠিন। শেষ ম্যাচে জয় পেলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে আরসিবি। সিএসকে-ও যদি শেষ ম্যাচে জয় পায়, তাহলে প্লে-অফের যোগ্যতা অর্জন করবে। ফলে আইপিএল-এ আগামী ম্যাচগুলি অত্যন্ত গুরুত্ব হতে চলেছে।

কোন জায়গায় আরসিবি, সিএসকে?

Latest Videos

১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৬ নম্বরে আরসিবি। শনিবার বিরাট কোহলিদের শেষ ম্যাচ সিএসকে-র বিরুদ্ধে। এই ম্যাচে ১৮ ম্যাচে জয় পেলে বা রান তাড়া করতে নেমে ১৮.১ ম্যাচের মধ্যে জয় পেলে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে আরসিবি। হায়দরাবাদ যদি শেষ ২ ম্যাচেই হেরে যায়, তাহলে সিএসকে-র বিরুদ্ধে ১৮ রানের কম ব্যবধানে জয় পাওয়ার পরেও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে আরসিবি। তবে এই ম্যাচে যদি সিএসকে জয় পায়, তাহলে মহেন্দ্র সিং ধোনিরা সরাসরি প্লে-অফের যোগ্যতা অর্জন করবেন। এই ম্যাচে ১৮ রানের কম ব্যবধানে হেরেও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে সিএসকে। সেক্ষেত্রে অবশ্য হায়দরাবাদকে শেষ ২ ম্যাচেই হারতে হবে। সেটা হলে সিএসকে ও আরসিবি প্লে-অফের যোগ্যতা অর্জন করবে।

প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে হায়দরাবাদকে কী করতে হবে?

১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে হায়দরাবাদ। গুজরাট টাইটানস ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বাকি। এই ২ ম্যাচের মধ্যে ১ ম্যাচে জয় পেলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করবে হায়দরাবাদ। ১৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে দিল্লি। ঋষভ পন্থরা প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছেন। ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে লখনউ। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে অন্তত ১০০ রানে জয় পেতে হবে কে এল রাহুলদের। একমাত্র তাহলেই প্লে-অফের যোগ্যতা অর্জনের সুযোগ থাকতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, প্রথম ২ দলের মধ্যেই থাকছে কেকেআর

MS Dhoni: চেন্নাইয়ের ঈশ্বর ধোনির জন্য মন্দির তৈরি হবে, দাবি অম্বাতি রায়াডুর

MS Dhoni: চিপকে শেষ আইপিএল ম্যাচ খেললেন মহেন্দ্র সিং ধোনি? জারি জল্পনা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?