সংক্ষিপ্ত
এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল? রবিবার চিপকে চেন্নাই সুপার কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচের পর এই জল্পনা বেড়ে গিয়েছে। তবে অনেকেই এই জল্পনা উড়িয়ে দিচ্ছেন।
রবিবারই কি চিপকে শেষ আইপিএল ম্যাচ খেলে ফেললেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি? চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছিল, এদিনই হয়তো আইপিএল থেকে অবসরের কথা ঘোষণা করে দেবেন ধোনি। তবে শেষপর্যন্ত সেরকম কিছু হয়নি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সহজ জয় পাওয়ার পর ধোনি ও তাঁর সতীর্থরা সারা মাঠ প্রদক্ষিণ করেন এবং বলে স্বাক্ষর করে গ্যালারিতে ছুড়ে দেন। এদিন চিপকে ৫০-তম ম্যাচ জিতল সিএসকে। চলতি মরসুমের আইপিএল-এ লিগ পর্যায়ে এদিনই ঘরের মাঠে শেষ ম্যাচ খেললেন ধোনিরা। ফলে সিএসকে সমর্থকদের কাছে এই ম্যাচের আলাদা গুরুত্ব ছিল। ধোনিকে নিয়ে বাড়তি আবেগ দেখা যায়। চলতি আইপিএল-এর ফাইনালে পৌঁছতে পারলে অবশ্য ঘরের মাঠে আরও একটি ম্যাচ খেলবে সিএসকে। সেই আশাতেই আছেন সমর্থকরা।
ধোনির শেষ ম্যাচ মানতে নারাজ রায়না
রবিবার সিএসকে-রাজস্থান ম্যাচ চলাকালীন একসঙ্গে ধারাভাষ্য দিচ্ছিলেন ধোনির প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না ও তামিলনাড়ুর প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দ। রায়নাকে মুকুন্দ প্রশ্ন করেন, 'চেন্নাইয়ে কি এটাই শেষ ম্যাচ খেলছেন ধোনি?' জবাবে ধোনিরই বলা বিখ্যাত উক্তি উল্লেখ করে রায়না বলেন, 'ডেফিনিটলি নট'। রায়না আশা করছেন, এবারের আইপিএল-এ খেলেই অবসর নেবেন না ধোনি। তিনি অন্তত আগামী মরসুমের আইপিএল-এও খেলবেন। ২০২০ সালের আইপিএল-এ সিএসকে-র শেষ হোম ম্যাচে টসের সময় ধারাভাষ্যকার ড্যানি মরিসন ধোনিকে জিজ্ঞাসা করেছিলেন, এটাই তাঁর শেষ ম্যাচ কি না। তখন ধোনি বলেছিলেন, 'ডেফিনিটলি নট'। সেই থেকে সিএসকে সমর্থকদের মধ্যে এই শব্দবন্ধ অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে।
রবিবার নিষ্প্রভ থাকলেন ধোনি
রাজস্থানের বিরুদ্ধে সিএসকে উইকেটকিপার হিসেবে কোনও আউটের সঙ্গেই যুক্ত থাকেননি ধোনি। তিনি ব্যাটিং করতে নামার সুযোগও পাননি। ফলে কিছুটা হতাশ হয়েছেন সিএসকে সমর্থকরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: লো-স্কোরিং ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের আরও কাছে সিএসকে
IPL 2024: মুম্বইয়ের বিরুদ্ধে সহজ জয়, আইপিএল-এর প্লে-অফে কলকাতা নাইট রাইডার্স
Sai Sudharsan: সিএসকে-র বিরুদ্ধে শতরান, সচিন-রুতুরাজের রেকর্ড ভাঙলেন সুদর্শন