IPL 2024: ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং দিল্লি ক্যাপিটালসের

Published : Apr 29, 2024, 07:16 PM ISTUpdated : Apr 29, 2024, 07:51 PM IST
Delhi Capitals

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ প্লে-অফের লড়াইয়ে বেশ কয়েকটি দল। আপাতত পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। একই পয়েন্ট থাকলেও, রান রেটে পিছিয়ে দিল্লি ক্যাপিটালস।

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখার পাশাপাশি প্লে-অফের দিকে আরও এগিয়ে যাবে কেকেআর। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস জিতলে তারাই দ্বিতীয় স্থানে উঠে আসবে। ফলে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে ২ দলেই একাধিক পরিবর্তন হয়েছে। কেকেআর-এর হয়ে খেলছেন- ফিলিপ সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। দিল্লি ক্যাপিটালস দলে আছেন- পৃথ্বী শ, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, শাই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রাসিক দার সালাম, লিজাড উইলিয়ামস ও খলিল আহমেদ।

টসে হেরে খুশি শ্রেয়াস

টসের পর কেকেআর অধিনায়ক শ্রেয়াস বলেছেন, 'আমরা প্রথমে বোলিং করার কথাই ভাবছিলাম। আমি ঋষভের সঙ্গে কথা বলছিলাম। ও বলে, 'আমরা প্রথমে ব্যাটিং করার কথা ভাবছি।' আমি বলি, 'আমরা বোলিং করার কথা ভাবছি।' আমরা যথাসম্ভব সহজভাবে খেলতে চাই। কোনও দল ২৬০ রান করার পরেও এভাবে ম্যাচ হেরে গেলে লোকজনের পক্ষে দূরে সরে যাওয়া এবং কামড়াকামড়ি করা সহজ। কিন্তু আমরা দলের সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছি।'

বড় স্কোরের লক্ষ্যে ঋষভ

দিল্লির অধিনায়ক ঋষভ বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। আমাদের দল যে জায়গায় আছে, তাতে বড় স্কোরের কথাই ভাবছি। উইকেট দেখে মন্থর বলেই মনে হচ্ছে। শ দলে ফিরেছে। কুশাগ্র দলে নেই। মুকেশের বদলে খেলছে রাসিক দার। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

New Zealand Cricket: টি-২০ বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা ২ শিশুর!

Virat Kohli: 'লোকের কথায় মাথা ঘামাই না, দলকে জেতানোই লক্ষ্য,' বার্তা বিরাটের

IPL 2024: রুতুরাজ-তুষারের অসাধারণ পারফরম্যান্স, দক্ষিণ ভারতীয় ডার্বিতে সহজ জয় সিএসকে-র

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?
Moeen Ali: ভারত নয়, পাকিস্তানই পছন্দ! প্রাক্তন কেকেআর তারকার চাঞ্চল্যকর সিদ্ধান্ত?