আবহাওয়া নিয়ে আশঙ্কাই সত্যি হল। ইডেন গার্ডেন্সে আইপিএল-এর ম্যাচে বৃষ্টির প্রভাব পড়ল। আবহাওয়ার উন্নতি না হলে ম্যাচ শুরু করা সম্ভব হবে না।
ইডেন গার্ডেন্সে বৃষ্টির জন্য ঠিক সময়ে করা গেল না টস। ফলে কলকাতা নাইট রাইডার্স-মুম্বই ইন্ডিয়ানস ম্যাচ দেরিতে শুরু হতে চলেছে। ইডেনে এখনও ভালোই বৃষ্টি পড়ছে। পিচ ও আউটফিল্ড শুকনো রাখার জন্য ঢেকে রাখা হয়েছে। কেকেআর ও মুম্বইয়ের ক্রিকেটাররা বৃষ্টি থামার অপেক্ষায় মাঠের বাইরে বসে আছেন। কেকেআর-এর ড্রেসিংরুমে গিয়েছেন মুম্বইয়ের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। তিনি ভেঙ্কটেশ আইয়ার ও চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কথা বলছেন। অন্য ক্রিকেটাররা নিজেদের মধ্যে গল্প করছেন। সবাই আশা করছেন দ্রুত বৃষ্টি থেমে যাবে এবং ম্যাচ শুরু করা সম্ভব হবে।
ম্যাচ শুরুর অপেক্ষায় মিচেল স্টার্ক
কেকেআর তারকা মিচেল স্টার্ক বলেছেন, ‘বৃষ্টি থেমে গিয়েছে বলে মনে হচ্ছে। আর বৃষ্টি হবে না বলেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আজ সারাদিনই মেঘলা আকাশ। তবে আশা করি পিচ ও আউটফিল্ড থেকে কভার সরিয়ে দেওয়া হবে এবং ম্যাচ শুরু হবে। আমাদের দল খুব ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। এ বছর আমাদের দলের খেলা আকর্ষণীয় হচ্ছে। আমরা ঘরের মাঠে পরপর কয়েকটি ম্যাচ খেলার পর অ্যাওয়ে ম্যাচ খেলেছি। এবার ঘরের মাঠে ফিরে ভালো লাগছে।’
মাঠ ঠিক করার চেষ্টায় কর্মীরা
ইডেনে বৃষ্টি থেমে গিয়েছে। তবে এখনও পিচ, আউটফিল্ড ঢাকা রয়েছে। কভারের উপর থেকে জল সরিয়ে দিচ্ছেন মাঠকর্মীরা। আউটফিল্ডে যাতে জল না জমে যায়, সেটা নিশ্চিত করার চেষ্টা করছেন ইডেনের মাঠকর্মীরা। নতুন করে আর বৃষ্টি না হলে কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। ফলে যত দেরি হবে ওভার সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা ততই বেড়ে যাবে। যদিও এ বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: সিএসকে-র বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের দৌড়ে টিকে থাকল গুজরাট
Sai Sudharsan: সিএসকে-র বিরুদ্ধে শতরান, সচিন-রুতুরাজের রেকর্ড ভাঙলেন সুদর্শন
IPL 2024: মরণ-বাঁচন ম্যাচে জয় আরসিবি-র, প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল পাঞ্জাব