সংক্ষিপ্ত

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০২৩ সালের আইপিএল ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল গুজরাট টাইটানস। এই ম্যাচ জিতে চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে টিকে থাকলেন শুবমান গিলরা।

মরণ-বাঁচন ম্যাচে চেন্নাই সুপার কিংসকে সহজেই ৩৫ রানে হারিয়ে চলতি আইপিএল-এ প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল গুজরাট টাইটানস। অধিনায়ক শুবমান গিল ও তাঁর ওপেনিং পার্টনার সাই সুদর্শনের শতরানের সুবাদে জয় পেল গুজরাট। এদিন জয়ের ফলে ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১০ নম্বর থেকে ৮ নম্বরে উঠে এলেন শুবমানরা। অঙ্কের বিচারে এখনও প্লে-অফের দৌড়ে টিকে থাকলেও, গুজরাটের পক্ষে টানা তৃতীয়বার প্লে-অফ খেলা কঠিন। এদিন হেরে সিএসকে-ও চাপে পড়ে গেল। ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৪ নম্বরে সিএসকে। তবে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে পরের ২ ম্যাচেই জয় পেতে হবে রুতুরাজ গায়কোয়াড়দের।

জোড়া শতরানে বিশাল স্কোর গুজরাটের

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক রুতুরাজ। তাঁর এই সিদ্ধান্ত কাজে লাগেনি। শুবমানের ৫৫ বলে ১০৪ এবং সুদর্শনের ৫১ বলে ১০৩ রানের সুবাদে ৩ উইকেটে ২৩১ রান করে গুজরাট। এই স্কোরের ধারেকাছে পৌঁছতে পারেনি সিএসকে

বিফলে মিচেল-মইনের লড়াই

বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১০ রানের মধ্যেই ৩ উইকেট খুইয়ে বসে সিএসকে। ওপেনার অজিঙ্কা রাহানে (১) ও রাচিন রবীন্দ্র (১) এবং ৩ নম্বরে ব্যাটিং করতে নামা রুতুরাজ (৩ বলে ০) ব্যর্থ হন। এরপর অবশ্য দুর্দান্ত লড়াই করেন ড্যারিল মিচেল ও মইন আলি। ৩৪ বলে ৬৩ রান করেন মিচেল। তিনি ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। ৩৬ বলে ৫৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৪টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ১৩ বলে ২১ রান করেন শিবম দুবে। ১০ বলে ১৮ রান করেন রবীন্দ্র জাডেজা। ১১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। ৮ উইকেটে ১৯৬ রান করেই থেমে যায় সিএসকে। গুজরাটের হয়ে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন মোহিত শর্মা। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ খান। ২০ রান দিয়ে ১ উইকেট নেন উমেশ যাদব। ২৮ রান দিয়ে ১ উইকেট নেন সন্দীপ ওয়ারিয়র।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sai Sudharsan: সিএসকে-র বিরুদ্ধে শতরান, সচিন-রুতুরাজের রেকর্ড ভাঙলেন সুদর্শন

IPL 2024: মরণ-বাঁচন ম্যাচে জয় আরসিবি-র, প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল পাঞ্জাব

Cancer Awareness: ক্যান্সার সচেতনতার প্রচার, কেকেআর-এর বিরুদ্ধে ল্যাভেন্ডার জার্সিতে গুজরাট