IPL 2024: বিরাট-ডু প্লেসির দুর্দান্ত ব্যাটিং, গুজরাটের বিরুদ্ধে সহজ জয় আরসিবি-র

এবারের আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা কার্যত শেষ হয়ে গেলেও, শনিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

গুজরাট টাইটানসকে সহজেই ৪ উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ চতুর্থ জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয়ের ফলে ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৭ নম্বরে উঠে এল আরসিবি। তবে এদিন জয় পেলেও, প্লে-অফের যোগ্যতা অর্জনের সুযোগ কার্যত আর নেই। একইসঙ্গে গুজরাট টাইটানসেরও প্লে-অফের যোগ্যতা অর্জনের সুযোগ শেষ হয়ে গেল বললেই চলে। ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেলেও, রান রেটে পিছিয়ে থাকায় ৯ নম্বরে গত ২ বারের ফাইনালিস্টরা। সবার শেষে মুম্বই ইন্ডিয়ানস। হার্দিক পান্ডিয়াদেরও প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা শেষ হয়ে গিয়েছে।

দাপট দেখিয়ে জয় আরসিবি-র

Latest Videos

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় গুজরাট। ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি গতবারের রানার্সরা। ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে গুজরাট। ওপেনার ঋদ্ধিমান সাহা (১) ও শুবমান গিল (২) এবং ৩ নম্বরে ব্যাটিং করতে নামা সাই সুদর্শন (৬) ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এরপর কিছুটা লড়াই করেন শাহরুখ খান (৩৭), ডেভিড মিলার (৩০) ও রাহুল তেওয়াটিয়া (৩৫)। রশিদ খান করেন ১৮ রান। বিজয় শঙ্কর করেন ১০ রান। মানব সুতার করেন ১ রান। প্রথম বলেই আউট হয়ে যান মোহিত শর্মা (০)। ০ রানে অপরাজিত থাকেন নূর আহমেদ। আরসিবি-র হয়ে ২ উইকেট করে নেন মহম্মদ সিরাজ, যশ দয়াল ও বিজয়কুমার বিশাক। ১ উইকেট করে নেন ক্যামেরন গ্রিন ও করণ শর্মা।

বিরাটের দুরন্ত ইনিংস

আরসিবি ইনিংসের শুরুটা দারুণভাবে করেন বিরাট কোহলি (২৭ বলে ৪২) ও ফাফ ডু প্লেসি (২৩ বলে ৬৪)। ওপেনিং জুটিতে যোগ হয় ৯২ রান। এরপর অবশ্য অল্প রানের ব্যবধানে কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। উইল জ্যাকস (১), রজত পতিদার (২), গ্লেন ম্যাক্সওয়েল (৪), গ্রিন (১) ভালো ব্যাটিং করতে পারেননি। ১২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন স্বপ্নিল সিং। ১৩.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় আরসিবি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

MS Dhoni: 'ক্রিকেট জীবনে বাবার ভূমিকা পালন করছেন,' ধোনির প্রতি শ্রদ্ধা পাথিরানার

Kolkata Knight Riders: মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআর-এর জয়ে অখুশি শেন ওয়াটসন!

IPL 2024: ভেঙ্কটেশ, মণীশ, স্টার্কের দুর্দান্ত লড়াই, ১২ বছর পর ওয়াংখেড়েতে জয় কেকেআর-এর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

রাতের অন্ধকারে পুলিশের চরম তাণ্ডব! রক্ষকই মহিলার সঙ্গে এইরকম করবে ভাবেনি কেউ | North 24 Parganas
জমি নিয়ে চরম বিবাদ! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন, চাঞ্চল্য Canning-এর Basanti-তে, দেখুন
Dilip Ghosh : '৫০০ টাকা দিয়ে মানুষের জীবন কিনে নিয়েছেন নাকী?', স্যালাইন কাণ্ডে মমতাকে প্রশ্ন দিলীপের
'সেদিন নাটক করেছিল মুখ্যমন্ত্রী, একজনের শাস্তি চেয়েছিলেন!' বিস্ফোরক অধীর | Adhir Chowdhury | RG Kar
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning