আইপিএল-এ অন্যতম বয়স্ক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তিনিই আইপিএল-এর সফলতম অধিনায়ক। সব দলের ক্রিকেটাররাই ধোনির প্রতি শ্রদ্ধাশীল।
চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে পিতৃতুল্য বলে উল্লেখ করলেন শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানা। তিনি বলেছেন, ‘আমার বাবার পর ক্রিকেট জীবনে মহেন্দ্র সিং ধোনিই বাবার ভূমিকা পালন করছেন। তিনি সবসময় আমার খেয়াল রাখেন। আমাকে কী করতে হবে, সে বিষয়ে সবসময় পরামর্শ দেন। আমি যখন বাড়িতে থাকি, তখন বাবাও একইভাবে পরামর্শ দেন। আমার মনে হয় এটাই যথেষ্ট। আমি যখন মাঠে ও মাঠের বাইরে থাকি, তখন ধোনি খুব বেশি কথা বলেন না। উনি আমাকে সামান্য কথা বলেন। কিন্তু সেটাই আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে। সেটাই অনেক পার্থক্য গড়ে দেয়। এই ছোট ছোট বিষয়ই অনেক বেশি আত্মবিশ্বাস জোগায়। খেলোয়াড়দের কীভাবে যত্ন করতে হয়, সেটা তিনি জানেন। মাঠের বাইরে আমরা খুব বেশি কথা বলি না। আমার কিছু জানার থাকলে ওঁকে জিজ্ঞাসা করি।’
ধোনি আইপিএল-এ খেলা চালিয়ে যান, চাইছেন পাথিরানা
গত কয়েক মরসুম ধরেই আইপিএল থেকে ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। চলতি মরসুমের পরেই ধোনি অবসর নিতে পারেন বলে আলোচনা চলছে। তবে পাথিরানা চাইছেন, এখনই অবসর না নিয়ে খেলে যান ধোনি। পাথিরানা বলেছেন, ‘মাহি ভাই, আপনি যদি আরও এক মরসুম খেলতে পারেন, তাহলে দয়া করে আমাদের সঙ্গে খেলুন। আমি যদি এখানে থাকি, তাহলে চাইব আপনিও খেলুন।’
ধোনির প্রতি শ্রদ্ধাশীল পাথিরানা
২০২২ সালের আইপিএল-এ ধোনির নেতৃত্বেই অভিষেক হয় পাথিরানার। তিনি সিএসকে-র হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। গতবার দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন এই পেসার। এবারও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন এই পেসার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
MS Dhoni: জার্সিতে অটোগ্রাফ ধোনির, ১০৩ বছর বয়সি সিএসকে সমর্থককে বিশেষ উপহার
IPL 2024: রুতুরাজ-তুষারের অসাধারণ পারফরম্যান্স, দক্ষিণ ভারতীয় ডার্বিতে সহজ জয় সিএসকে-র
MS Dhoni: সামুরাই হেয়ারস্টাইল, অনুরাগীদের চমক দিলেন মহেন্দ্র সিং ধোনি