সংক্ষিপ্ত

আইপিএল-এর প্রথম মরসুম থেকে এখনও পর্যন্ত যে ক্রিকেটাররা খেলছেন, তাঁদের অন্যতম মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা। তাঁরাই আইপিএল-এ সফলতম অধিনায়ক।

আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২৫০ ম্যাচ খেলার নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ানসের তারকা রোহিত শর্মা। বৃহস্পতিবার চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমে এই নজির গড়েন রোহিত। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ ২৫০ ম্যাচ খেলার নজির গড়েন চেন্নাই সুপার কিংসের তারকা মহেন্দ্র সিং ধোনি। এবার তাঁর নজির স্পর্শ করলেন রোহিত। নজির গড়ার ম্যাচে ভালো ব্যাটিং করেন রোহিত। ঈশান কিষানের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে ২৫ বলে ৩৬ রান করেন এই তারকা ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। চলতি আইপিএল-এ ভালো ফর্মে রোহিত। বৃহস্পতিবারও তাঁর ফর্ম অব্যাহত থাকল।

২৫০ ম্যাচ খেলার পথে দীনেশ কার্তিক

এবারের আইপিএল-এর পরেই অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন দীনেশ কার্তিক। তিনিও আইপিএল-এ ২৫০ ম্যাচ খেলার পথে। বৃহস্পতিবারের ম্যাচের আগে পর্যন্ত রোহিত ও কার্তিকের আইপিএল-এ ২৪৯ ম্যাচ খেলার নজির ছিল। ২৫০-তম ম্যাচ খেলে বন্ধু কার্তিককে ছাপিয়ে গেলেন রোহিত। রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামলে কার্তিকও ২৫০-তম ম্যাচ খেলার নজির গড়বেন। বিরাট কোহলিও আইপিএল-এ ২৫০ খেলার কাছাকাছি পৌঁছে গিয়েছেন। এখনও পর্যন্ত ২৪৪ ম্যাচ খেলেছেন বিরাট। চলতি আইপিএল-এই তিনি ২৫০ ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন। আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র ১০ জন ক্রিকেটার ২০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন। এই তালিকায় কোনও বিদেশি ক্রিকেটার নেই।

আইপিএল-এ ব্যাটে-বলে সাফল্য রোহিতের

আইপিএল-এ এখনও পর্যন্ত ২৫০ ম্যাচ খেলে ৬,৫০৮ রান করেছেন রোহিত। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সাফল্য পেয়েছেন। আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র ৩ জন ক্রিকেটার শতরান ও হ্যাটট্রিক করেছেন। তাঁরা হলেন রোহিত, শেন ওয়াটসন ও সুনীল নারিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: বিফলে আশুতোষ শর্মার বিস্ফোরক ব্যাটিং, পাঞ্জাবের বিরুদ্ধে ৯ রানে জয় মুম্বইয়ের

Rohit Sharma: আইপিএল-এর মাঝেই টি-২০ বিশ্বকাপ নিয়ে বৈঠকের খবর অস্বীকার রোহিতের

IPL 2024: ৮৯ রানে অলআউট গুজরাট টাইটানস, ৬৭ বল বাকি থাকতেই জয় দিল্লি ক্যাপিটালসের