IPL 2024: লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে কলকাতা নাইট রাইডার্স

Published : May 05, 2024, 11:20 PM ISTUpdated : May 05, 2024, 11:54 PM IST
Kolkata Knight Riders

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা।

অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৯৮ রানে উড়িয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৩৫ রান করে কেকেআর। জবাবে ১৬.১ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে গেল লখনউ। কেকেআর-এর জয়ের নায়ক ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন। ব্যাটিং ওপেন করতে নেমে ৩৯ বলে ৮১ রান করার পর ২২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। কেকেআর বোলারদের মধ্যে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন হর্ষিত রানা। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ১৭ রান দিয়ে ২ উইকেট নেন আন্দ্রে রাসেল। ২২ রান দিয়ে ১ উইকেট নেন মিচেল স্টার্ক। লখনউয়ের হয়ে সর্বাধিক ৩৬ রান করেন মার্কাস স্টোইনিস।

রাজস্থানকে টপকে গেল কেকেআর

১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে এতদিন আইপিএল-এর শীর্ষে ছিল রাজস্থান রয়্যালস। তবে রবিবার লখনউকে হারিয়ে ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে রাজস্থানকে টপকে শীর্ষে চলে গেল কেকেআর। পয়েন্ট সমান হলেও, রান রেটে রাজস্থানকে পিছনে ফেলে দিয়েছে কেকেআর। অন্যদিকে, এদিন হারের ফলে ১১ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে লখনউ।

ঘরের মাঠে ব্যর্থ লখনউ

রবিবার কেকেআর-এর বিরুদ্ধে লখনউয়ের বোলারদের পাশাপাশি ব্যাটাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। অধিনায়ক কে এল রাহুল ব্যাটিং ওপেন করতে নেমে করেন ২৫ রান। অপর ওপেনার আর্শিন কুলকার্নি করেন ৯ রান। দীপক হুডা করেন ৫ রান। নিকোলাস পুরাণ করেন ১০ রান। আয়ূষ বাদোনি করেন ১৫ রান। অ্যাশটন টার্নার করেন ১৬ রান। ক্রুণাল পান্ডিয়া করেন ৫ রান। যুধবীর সিং চড়ক করেন ৭ রান। রবি বিষ্ণোই করেন ২ রান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: ব্যাটে-বলে দুরন্ত জাডেজা, পাঞ্জাবের বিরুদ্ধে সহজ জয় চেন্নাইয়ের

2024 ICC Women's T20 World Cup: প্রকাশিত মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি, ৬ অক্টোবর ভারত-পাক লড়াই

Shakib Al Hasan: টি-২০ বিশ্বকাপের জন্য তৈরি নয় বাংলাদেশ, স্বীকারোক্তি শাকিবের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত
আইপিএল ২০২৬: দুবাইয়ে পিকলবল খেললেন, আগের মতোই ফিট হয়ে উঠেছেন ধোনি