সংক্ষিপ্ত
মহেন্দ্র সিং ধোনির মতোই চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি রবীন্দ্র জাডেজা। দল যখনই বিপদে পড়ে, তখন সেরা পারফরম্যান্স দেখান এই অলরাউন্ডার। রবিবারও ব্যতিক্রম হল না।
অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার অসামান্য পারফরম্যান্সের সুবাদে রবিবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসকে সহজেই ২৮ রানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৬৭ রান করে সিএসকে। জবাবে ৯ উইকেটে ১৩৯ রান করেই থেমে গেল পাঞ্জাব। এই জয়ের ফলে প্লে-অফের যোগ্যতা অর্জনের পথে অনেকটা এগিয়ে গেল সিএসকে। অন্যদিকে, ফের হেরে পাঞ্জাবের প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা প্রায় শেষ হয়ে গেল। ১১ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৩ নম্বরে উঠে এসেছে সিএসকে। ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে পাঞ্জাব।
'স্যার' জাডেজার দুরন্ত পারফরম্যান্স
এদিন দ্বিতীয় ওভারেই ওপেনার অজিঙ্কা রাহানের (৯) উইকেট হারায় সিএসকে। এরপর দলকে ভালো জায়গায় পৌঁছে দেন অপর ওপেনার অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (৩২) ও ৩ নম্বরে ব্যাটিং করতে নামা ড্যারিল মিচেল (৩০)। কিন্তু এরপর অল্প রানের ব্যবধানে পরপর কয়েকটি উইকেট খুইয়ে বসে সিএসকে। প্রথম বলেই আউট হয়ে যান শিবম দুবে (০)। মইন আলি করেন ১৭ রান। মিচেল স্যান্টনার করেন ১১ রান। শার্দুল ঠাকুর করেন ১৭ রান। ৯ নম্বরে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান মহেন্দ্র সিং ধোনি (০)। ০ রানে অপরাজিত থাকেন তুষার দেশপাণ্ডে। ২ রান করে অপরাজিত থাকেন রিচার্ড গ্লিসন। সর্বাধিক ৪৩ রান করেন জাডেজা। তাঁর ২৬ বলের ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি।
পাঞ্জাবের ব্যাটিং ব্যর্থতা
পাঞ্জাবের হয়ে সর্বাধিক ৩০ রান করেন ওপেনার প্রভসিমরন সিং। শশাঙ্ক সিং করেন ২৭ রান। ২০ রান দিয়ে ৩ উইকেট নেন জাডেজা। ১৬ রান দিয়ে ২ উইকেট নেন সিমরজিৎ সিং। ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন তুষার। ১ উইকেট করে নেন শার্দুল ও স্যান্টনার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Mayank Yadav: চোটের জন্য চলতি আইপিএল-এর বাইরে পেস সেনসেশন ময়াঙ্ক যাদব
IPL 2024: বিরাট-ডু প্লেসির দুর্দান্ত ব্যাটিং, গুজরাটের বিরুদ্ধে সহজ জয় আরসিবি-র
MS Dhoni: 'ক্রিকেট জীবনে বাবার ভূমিকা পালন করছেন,' ধোনির প্রতি শ্রদ্ধা পাথিরানার