
প্রথম দল হিসেবে চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল মুম্বই ইন্ডিয়ানস। বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ ১০ উইকেটে জয় পাওয়ার পরেই সরকারিভাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়ারা। এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে মাত্র ৮ পয়েন্ট পেয়েছে মুম্বই। লিগ টেবলে ৯ নম্বরে মুম্বই। সবার শেষে থাকা গুজরাট টাইটানস ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে মুম্বইয়ের চেয়ে পিছিয়ে গুজরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংসও ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। ফলে এই দলগুলিও প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পথে।
কেকেআর-এর মুখোমুখি হওয়ার আগেই মুম্বইয়ের জন্য খারাপ খবর
শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস। তার আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেন হার্দিকরা। গত ২ মরসুমে গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবে মুন্সিয়ানার পরিচয় দিলেও, পুরনো দল মুম্বইয়ে ফিরে নতুন দায়িত্ব পেয়ে মোটেই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না হার্দিক। তিনি বেশিরভাগ ম্যাচেই ভালো ব্যাটিং করতে পারেননি। বোলিংয়েও ব্যর্থতাই সঙ্গী হয়েছে হার্দিকের। দলের উপর এর প্রভাব পড়েছে। চলতি আইপিএল-এ মুম্বইয়ের আর মাত্র ২ ম্যাচ বাকি। সেই ম্যাচগুলিতে জয় পেলে ১২ পয়েন্টে পৌঁছবে মুম্বই। বুধবার লখনউকে হারিয়ে ১৪ পয়েন্টে পৌঁছে গিয়েছে হায়দরাবাদ। ১৪ মে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে লখনউ। যে কোনও একটি দল ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই ১৬ পয়েন্টে পৌঁছে গিয়েছে। ফলে মুম্বইয়ের প্লে-অফের যোগ্যতা অর্জনের কোনও সুযোগ নেই।
বৃহস্পতিবার মরণ-বাঁচন ম্যাচ বিরাটদের
বৃহস্পতিবার ধরমশালায় পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যে দল এই ম্যাচে হেরে যাবে, তারাও মুম্বই ইন্ডিয়ানসের মতোই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে। ফলে প্রচণ্ড চাপে বিরাট কোহলিরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: ১০ ওভারের মধ্যেই ১০ উইকেটে জয়! লখনউকে উড়িয়ে দিল হায়দরাবাদ
IPL 2024: বিফলে সঞ্জুর অসাধারণ ইনিংস, রাজস্থানকে হারিয়ে আইপিএল জমিয়ে দিল দিল্লি
Kolkata Knight Riders: প্রাকৃতিক দুর্যোগে বিমান বিভ্রাট, কাশী বিশ্বনাথ দর্শনে কেকেআর