সংক্ষিপ্ত
সোমবার সন্ধেবেলা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার ফলে কয়েক লক্ষ মানুষ স্বস্তি পেলেও, সমস্যায় পড়তে হয় কলকাতা নাইট রাইডার্সের সদস্যদের।
লখনউ থেকে গুয়াহাটি, সেখান থেকে বারাণসী। উত্তরপ্রদেশের এই বিখ্যাত তীর্থক্ষেত্রে রাত কাটানোর পর শেষপর্যন্ত মঙ্গলবার কলকাতায় ফিরতে পারলেন শ্রেয়াস আইয়ার, সুনীল নারিনরা। এরই মাঝে অবশ্য তাঁরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে নিলেন। বারাণসীতে গঙ্গাবঙ্গে নৌকায় ভ্রমণও করেন ভেঙ্কটেশ আইয়াররা। রবিবার লখনউ সুপার জায়ান্টসকে সহজেই ৯৮ রানে হারিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে কেকেআর। এরপর সোমবার কলকাতায় ফেরার কথা ছিল নাইটদের। কিন্তু প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার ফলে উড়ান ঘুরিয়ে দেওয়া হয় গুয়াহাটিতে। সেখান থেকে কেকেআর সদস্যদের নিয়ে যাওয়া হয় বারাণসীতে। এরপর মঙ্গলবার কলকাতায় ফিরতে পারলেন কেকেআর সদস্যরা। প্রাকৃতিক দুর্যোগে এই হয়রানি হলেও, বারাণসীতে সামান্য সময়ের জন্য ঘুরে বেড়ানোর সুযোগ পেয়ে সেটাই কাজে লাগালেন ক্রিকেটাররা।
কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে খুশি বরুণ চক্রবর্তী
কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ‘লখনউ থেকে রওনা হওয়ার ২০ ঘণ্টা পরে আমরা কলকাতায় পৌঁছতে পারলাম। মাঝ আকাশে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমাদের ৮ ঘণ্টারও বেশি উড়ানে থাকতে হয়েছে। প্রথমে আমাদের উড়ান গুয়াহাটিতে ঘুরিয়ে দেওয়া হয়। এরপর উড়ান নিয়ে যাওয়া হয় বারাণসীতে। আমরা অপ্রত্যাশিতভাবে কাশী বিশ্বনাথ শিব মন্দির ও গঙ্গা নদী দর্শনের সুযোগ পেয়ে গেলাম। আমরা শেষপর্যন্ত সিটি অফ জয় কলকাতায় ফিরতে পারলাম।’
শনিবার কেকেআর-মুম্বই ইন্ডিয়ানস লড়াই
মঙ্গলবার ভোর ৩টে পর্যন্ত উড়ানে থাকতে হয় কেকেআর সদস্যদের। ফলে সব ক্রিকেটারই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েন। তবে ফের তরতাজা হয়ে ওঠার জন্য কয়েকদিন সময় পাচ্ছেন ক্রিকেটাররা। শনিবার ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে কেকেআর। তার আগে বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন নাইটরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে কলকাতা নাইট রাইডার্স
Jasprit Bumrah: টি-২০ বিশ্বকাপের আগে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিচ্ছে না মুম্বই ইন্ডিয়ানস!
IPL 2024: সূর্যকুমারের অপরাজিত শতরান, হায়দরাবাদের বিরুদ্ধে সহজ জয় মুম্বইয়ের