Shakib Al Hasan: সেলফির আবদার অনুরাগীর, ঘাড় ধরে বের করে দিলেন শাকিব, ভাইরাল ভিডিও

বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসান মাঝেমধ্যেই মেজাজ হারিয়ে বসেন। ফের প্রকাশ্যে মেজাজ হারাতে দেখা গেল এই তারকা ক্রিকেটারকে।

ফের বিতর্কে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসান। ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালীন এক অনুরাগী মাঠে ঢুকে সেলফির আবদার জানাতেই তাঁকে ঘাড় ঘরে বের করে দিলেন শাকিব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের অনেকেই শাকিবের এই আচরণে ক্ষুব্ধ। বাংলাদেশে শাকিবের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তিনি যেখানেই যান সেখানেই তাঁকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা দেখা যায়। এই জনপ্রিয়তা উপভোগও করেন এই তারকা অলরাউন্ডার। কিন্তু একজন অনুরাগী সেলফির আবদার জানাতেই তিনি কেন এতটা ক্ষুব্ধ হলেন, সেটা স্পষ্ট নয়। একজন অনুরাগীর প্রতি এরকম কঠোর আচরণ কোনও তারকার ক্ষেত্রেই শোভনীয় নয়।

টি-২০ বিশ্বকাপের আগে চাপে শাকিব?

Latest Videos

কলকাতার মতোই ঢাকা-সহ বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই এখন প্রচণ্ড গরম। এই আবহাওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন শাকিব। তিনি এই লিগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলছেন। ঢাকা প্রিমিয়ার লিগ এবং জিম্বাবোয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ খেলে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। উপযুক্ত প্রস্তুতি হচ্ছে না বলে প্রকাশ্যে জানিয়েছেন শাকিব। তিনি হয়তো এসব কারণে মানসিক চাপে আছেন। সেইজন্যই অনুরাগীর সঙ্গে অশোভন আচরণ করে বসলেন।

 

 

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব

টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা অলরাউন্ডার শাকিব। ওডিআই র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে এই অলরাউন্ডার। টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য তাঁর দিকেই তাকিয়ে বাংলাদেশ। কিন্তু শাকিব বলেছেন, ‘গত বিশ্বকাপে আমরা ভালো পারফরম্যান্স দেখিয়েছি। আমরা খুব ভালো ফল করতে না পারলেও, কেউই বলবেন না যে আমরা খারাপ খেলেছি। সেটা যদি মাপকাঠি হয়, তাহলে এই বিশ্বকাপে আমাদের সেটা পেরিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আমাদের যদি পরের রাউন্ডে যেতে হয়, তাহলে প্রথম রাউন্ডে ৩ ম্যাচ জিততে হবে। কিন্তু এবার আমাদের প্রস্তুতি মোটেই ভালো হয়নি।’ শাকিবের এই বক্তব্য নিয়েও বাংলাদেশের ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Shakib Al Hasan: টি-২০ বিশ্বকাপের জন্য তৈরি নয় বাংলাদেশ, স্বীকারোক্তি শাকিবের

2025 ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে বিসিসিআই?

Kolkata Knight Riders: প্রাকৃতিক দুর্যোগে বিমান বিভ্রাট, কাশী বিশ্বনাথ দর্শনে কেকেআর

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury