সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ বেশিরভাগ ম্যাচেই বিস্ফোরক ব্যাটিং করছে সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও অসাধারণ ব্যাটিং করলেন ট্রেভিস হেড, অভিষেক শর্মা।

লখনউ সুপার জায়ান্টসকে ১০ উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের পথে আরও এগিয়ে গেল সানরাইজার্স হায়দরবাদ। বুধবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মার অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে জয় পেল হায়দরাবাদ। ১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯.৪ ওভারেই উইকেট না হারিয়ে জয় তুলে নিল হায়দরাবাদ। ২৮ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন অভিষেক। তিনি ৮টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি মারেন। ৩০ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন হেড। তাঁর ইনিংসে ছিল ৮টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। লখনউয়ের কোনও বোলারই সুবিধা করতে পারেননি।

বোলিং ব্যর্থতায় হার লখনউয়ের

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল। তাঁর দল ৪ উইকেটে ১৬৫ রান করে। ওপেন করতে নেমে ৩৩ বলে ২৯ রান করেন রাহুল। অপর ওপেনার কুইন্টন ডি কক ৫ বল খেলে ২ রান করেন। ৫ বল খেলে ৩ রান করেন মার্কাস স্টোইনিস। ২১ বলে ২৪ রান করেন ক্রুণাল পান্ডিয়া। ২৬ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরাণ। ৩০ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন আয়ূষ বাদোনি। হায়দরাবাদের হয়ে অসাধারণ বোলিং করেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। ৪ ওভার বোলিং করে ১২ রান দিয়ে ২ উইকেট নেন ভুবনেশ্বর। ৪ ওভারে ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। লড়াই করার মতো রান করলেও, বোলারদের ব্যর্থতায় বিশাল ব্যবধানে হেরে গেল লখনউ।

লিগ টেবলে ৩ নম্বরে হায়দরাবাদ

এদিন জয় পাওয়ার ফলে ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৩ নম্বরে উঠে এল হায়দরাবাদ। অন্যদিকে, ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে লখনউ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: বিফলে সঞ্জুর অসাধারণ ইনিংস, রাজস্থানকে হারিয়ে আইপিএল জমিয়ে দিল দিল্লি

Kolkata Knight Riders: প্রাকৃতিক দুর্যোগে বিমান বিভ্রাট, কাশী বিশ্বনাথ দর্শনে কেকেআর

Jasprit Bumrah: টি-২০ বিশ্বকাপের আগে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিচ্ছে না মুম্বই ইন্ডিয়ানস!