শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয় নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে।
১২ বছর পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচের শুরুতে ব্যাটিং-ব্যর্থতায় চাপে পড়ে গেলেও, এরপর ঘুরে দাঁড়িয়ে ২৪ রানে জয় পায় কেকেআর। বেশিরভাগ প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরাই কেকেআর-এর দুর্দান্ত লড়াইয়ের প্রশংসা করছেন। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন খোলা মনে কেকেআর-এর প্রশংসা করতে কুণ্ঠাবোধ করছেন। তিনি কেকেআর-এর জয়ে খুশি নন। এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘৫ উইকেট পড়ে যাওয়ার পর কেকেআর যে জায়গায় ছিল, তাতে ওদের জয় পাওয়ার অধিকার ছিল না। ওরা যে কতটা লড়াই করতে পারে, সেটা দেখা গিয়েছে। কিছু সিদ্ধান্তও কেকেআর-এর পক্ষে গিয়েছে। এমন কিছু হয়েছে যা কেকেআর-কে সুবিধা পাইয়ে দিয়েছে। বোলিং পরিবর্তন বা ব্যাটিং লাইনআপ ঠিক করার মতো বিষয়ে কিছু সিদ্ধান্ত অবাক করেছে। এর ফলেই জয়ের দিকে এগিয়ে যায় কেকেআর। ওরা এই ম্যাচে একাধিকবার খাদের কিনারায় চলে গিয়েছিল। সেখান থেকে ওরা ম্যাচে ফেরে।’
কেকেআর-এর পারফরম্যান্সে খুশি নন ওয়াটসন
কেকেআর-এর জয় প্রসঙ্গে ওয়াটসন আরও বলেছেন, ‘এই জয় কেকেআর-কে অনেক বেশি আত্মবিশ্বাস জোগাবে। ওরা জেনে গিয়েছে, জয় পেতে সেরা পারফরম্যান্স দেখাতে হবে না। হারের কাছাকাছি পৌঁছে গিয়েও জয় পেতে পারে। ওরা লড়াই করতে পারে। ওদের দৃঢ়প্রতিজ্ঞা মানসিকতাও আছে। ওরা প্রায় হেরে যাওয়া ম্যাচেও জয় পেতে পারে।’
দুর্দান্ত লড়াই করে জয় কেকেআর-এর
শুক্রবার টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কেকেআর। তবে ভেঙ্কটেশ আইয়ার ও মণীশ পাণ্ডের অসাধারণ লড়াইয়ের সুবাদে ১৬৯ রান করে কেকেআর। জবাবে ১৪৫ রানে অলআউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ানস। ফলে ২৪ রানে জয় পায় কেকেআর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: ভেঙ্কটেশ, মণীশ, স্টার্কের দুর্দান্ত লড়াই, ১২ বছর পর ওয়াংখেড়েতে জয় কেকেআর-এর
MS Dhoni: জার্সিতে অটোগ্রাফ ধোনির, ১০৩ বছর বয়সি সিএসকে সমর্থককে বিশেষ উপহার
IPL 2024: শেষ বলে কামাল ভুবনেশ্বরের, রাজস্থানের বিরুদ্ধে ১ রানে জয় হায়দরাবাদের