
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় এড়াতে পারল না কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে গেল কেকেআর। ভেঙ্কটেশ আইয়ার ও মণীশ পাণ্ডে ছাড়া কেকেআর-এর অন্য কোনও ব্যাটার লড়াই করতে পারেননি। এই ২ ব্যাটার ভালো পারফরম্যান্স দেখাতে না পারলে ভদ্রস্থ স্কোরে পৌঁছতে পারত না কেকেআর। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে দল যখন বিপাকে, তখন লড়াই শুরু করেন ভেঙ্কটেশ ও মণীশ। ৫২ বলে ৭০ রান করেন ভেঙ্কটেশ। ৩১ বলে ৪২ রান করেন মণীশ। বাকিরা কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি।
মুম্বইয়ের অসাধারণ বোলিং
এদিন ইনিংসের চতুর্থ বলেই প্রথম উইকেট হারায় কেকেআর। ৫ রান করেই আউট হয়ে যান ওপেনার ফিলিপ সল্ট। অপর ওপেনার সুনীল নারিন করেন ৮ রান। ৬ বলে ১৩ রান করেন অঙ্গকৃশ রঘুবংশী। ৮ বলে ৯ রান করেন রিঙ্কু সিং। ২ বলে ৭ রান করেন আন্দ্রে রাসেল। ৪ বলে ২ রান করেন রমনদীপ সিং। ২ বলে ০ রান করে আউট হয়ে যান মিচেল স্টার্ক। ০ রানে অপরাজিত থাকেন বৈভব অরোরা। মুম্বইয়ের হয়ে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন নুয়ান থুসারা। ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ১৫ রান দিয়ে ১ উইকেট নেন পীযূষ চাওলা।
টসে জিতে বাজিমাত মুম্বইয়ের
এদিন টসের সময় হার্দিক বলেছিলেন, তাজা উইকেটে প্রথমে বোলিং করার সুবিধা পাবেন তাঁরা। ঠিক সেটাই হল। কেকেআর-এর বেশিরভাগ ব্যাটারই সুবিধা করতে পারলেন না। ফলে ঘরের মাঠে জয়ের আশায় মুম্বই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
MS Dhoni: জার্সিতে অটোগ্রাফ ধোনির, ১০৩ বছর বয়সি সিএসকে সমর্থককে বিশেষ উপহার
Rinku Singh: কেন টি-২০ বিশ্বকাপের মূল দলে নেই রিঙ্কু? ব্যাখ্যা আগরকরের
IPL 2024: শেষ বলে কামাল ভুবনেশ্বরের, রাজস্থানের বিরুদ্ধে ১ রানে জয় হায়দরাবাদের