IPL 2024: ভেঙ্কটেশ, মণীশ, স্টার্কের দুর্দান্ত লড়াই, ১২ বছর পর ওয়াংখেড়েতে জয় কেকেআর-এর

Published : May 03, 2024, 11:18 PM ISTUpdated : May 03, 2024, 11:38 PM IST
Mitchell Starc

সংক্ষিপ্ত

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ানসের ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। ওয়াংখেড়েতে গত ১২ বছরে জয় না পেলেও, এদিন দারুণ পারফরম্যান্স দেখাল কেকেআর।

১২ বছর পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ের খরা কাটাল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার মুম্বই ইন্ডিয়ানসকে ২৪ রানে হারিয়ে দিল কেকেআর। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যাওয়ার পর মুম্বইকে ১৮.৫ ওভারে ১৪৫ রানে অলআউট করে দিল কেকেআর। এই জয়ের ফলে ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকল কেকেআর। একইসঙ্গে প্লে-অফের দিকে আরও এগিয়ে গেল কেকেআর। মুম্বই ইন্ডিয়ানস অবশ্য এই হারের ফলে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গেল। ১১ ম্যাচ খেলে মাত্র ৬ পয়েন্ট পেয়েছে মুম্বই।

ব্যাটিং বিপর্যয় সামলে জয় কেকেআর-এর

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। সেই পরিস্থিতিতে ইনিংসের হাল ধরেন ভেঙ্কটেশ আইয়ার ও মণীশ পাণ্ডে। তাঁদের জুটিতে যোগ হয় ৮৩ রান। এই জুটিই কেকেআর-কে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ভেঙ্কটেশ ৫২ বলে ৭০ রান করেন। ৩১ বলে ৪২ রান করেন মণীশ। ৬ বলে ১৩ রান করেন অঙ্গকৃশ রঘুবংশী। কেকেআর-এর অন্য কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি। মুম্বইয়ের হয়ে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন নুয়ান থুসারা। ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ১৫ রান দিয়ে ১ উইকেট নেন পীযূষ চাওলা।

মিচেল স্টার্কের অসাধারণ বোলিং

মুম্বইয়ের হয়ে সর্বাধিক ৫৬ রান করেন সূর্যকুমার যাদব। ২৪ রান করেন টিম ডেভিড। কেকেআর-এর হয়ে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন মিচেল স্টার্ক। ২ উইকেট করে নেন বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও আন্দ্রে রাসেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

MS Dhoni: জার্সিতে অটোগ্রাফ ধোনির, ১০৩ বছর বয়সি সিএসকে সমর্থককে বিশেষ উপহার

Rinku Singh: কেন টি-২০ বিশ্বকাপের মূল দলে নেই রিঙ্কু? ব্যাখ্যা আগরকরের

IPL 2024: দলগত পারফরম্যান্সে সিএসকে-র বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের আশায় পাঞ্জাব

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে