১২ বছর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জয় পায়নি কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার এই হারের খরা কাটাতে মরিয়া শ্রেয়াস আইয়াররা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে জয় পেলে ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করার কাছাকাছি পৌঁছে যাবে কেকেআর। মুম্বই ইন্ডিয়ানসের প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা কার্যত নেই। ১০ ম্যাচ খেলে মাত্র ৬ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা। তা সত্ত্বেও এদিন জয় পেতে মরিয়া মুম্বই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর-এর বিরুদ্ধে মুম্বইয়ের রেকর্ড খুব ভালো। এই রেকর্ড বজায় রাখাই মুম্বইয়ের লক্ষ্য।
কেকেআর দলে কোনও বদল নেই
এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন ফিলিপ সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন- ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নেহাল ওয়াধেরা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, টিম ডেভিড, জেরাল্ড কোটজি, পীযূষ চাওলা, জসপ্রীত বুমরা ও নুয়ান থুসারা। তারকা ব্যাটার রোহিত শর্মাকে প্রথম একাদশে রাখা হয়নি। তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে।
ভালো পারফরম্যান্সের লক্ষ্যে শ্রেয়াস
টসে হারের পর কেকেআর অধিনায়ক শ্রেয়াস বলেছেন, ‘সবসময় ছোট ছোট কাজ ঠিকমতো করে যেতে হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে শিশির পড়ার ফলে সমস্যা হতে পারে। দলের সবার কাছে বার্তা স্পষ্ট। দলের সবাই নিজেদের ভূমিকা ও দায়িত্ব জানে।’ মুম্বইয়ের অধিনায়ক হার্দিক বলেছেন, 'আমরা সম্মানরক্ষার জন্য খেলছি। আমাদের জন্য পরিস্থিতি কঠিন, তবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। পিচ দেখে ভালো মনে হচ্ছে। এটা তাজা উইকেট। ফলে প্রথমে বোলিং করে নেওয়া ভালো।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
KKR Vs MI: ওয়াংখেড়েতে ১২ বছরের জয়ের খরা কাটাতে পারবে কলকাতা নাইট রাইডার্স?
MS Dhoni: জার্সিতে অটোগ্রাফ ধোনির, ১০৩ বছর বয়সি সিএসকে সমর্থককে বিশেষ উপহার
IPL 2024: শেষ বলে কামাল ভুবনেশ্বরের, রাজস্থানের বিরুদ্ধে ১ রানে জয় হায়দরাবাদের