
প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল। লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচেও হেরে গেল মুম্বই ইন্ডিয়ানস। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৮ রানে হেরে গেল মুম্বই। ১৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সবার শেষে থাকল হার্দিক পান্ডিয়ার দল। এদিন জয় পেলেও প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল লখনউ। ১৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থাকল কে এল রাহুলের দল। শুক্রবারই এবারের আইপিএল-এ শেষ ম্যাচ খেললেন রোহিত শর্মা, রাহুল। একইসঙ্গে হয়তো নিজেদের দলের হয়েও শেষ ম্যাচ খেলে ফেললেন তাঁরা। আগামী মরসুমের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানস ছাড়তে পারেন রোহিত। রাহুলও লখনউ ছেড়ে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেন।
শেষ ম্যাচে জয়ে ফিরল লখনউ
এদিন ঘরের মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২১৪ রান করে লখনউ। ওপেন করতে নেমে ৪১ বলে ৫৫ রান করেন রাহুল। তাঁর ইনিংসে ছিল ৩টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ২৯ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন নিকোলাস পুরাণ। তিনি ৫টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি মারেন। মার্কাস স্টোইনিস করেন ২৮ রান। ১০ বলে ২২ রান করে অপরাজিত থাকেন আয়ূষ বাদোনি। মুম্বইয়ের হয়ে ৩ উইকেট করে নেন নুয়ান থুসারা ও পীযূষ চাওলা।
বিফলে রোহিতের দুরন্ত ইনিংস
বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৯৬ রান করে মুম্বই ইন্ডিয়ানস। ওপেনার রোহিত ৩৮ বলে ৬৮ রান করেন। তিনি ১০টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। ২৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন নমন ধীর। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। লখনউয়ের হয়ে ২ উইকেট করে নেন নবীন-উল-হক ও রবি বিষ্ণোই। ১ উইকেট করে নেন ক্রুণাল পান্ডিয়া ও মহসিন খান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
RCB Vs CSK: শনিবার বৃষ্টির পূর্বাভাস, আরসিবি সমর্থকদের ভরসা চিন্নাস্বামীর ড্রেনেজ সিস্টেম
MS Dhoni: আরসিবি ম্যাচের আগে নেটে বোলিং অনুশীলন ধোনির, ভাইরাল ভিডিও
IPL 2024: আইপিএল প্লে-অফে ৩ দল চূড়ান্ত, চতুর্থ স্থানে কারা থাকতে পারে?