শনিবার এবারের আইপিএল-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যে দল এই ম্যাচে জয় পাবে তারাই প্লে-অফের যোগ্যতা অর্জন করবে।

চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিততেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। কিন্তু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচ কি আদৌ হবে? শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আরসিবি সমর্থকদের ভরসা দিচ্ছে চিন্নাস্বামীর ড্রেনেজ সিস্টেম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চিন্নাস্বামীর মাঠকর্মীদের ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠে জমে থাকা জল দ্রুত বের করে দিচ্ছেন কর্মীরা। দ্রুত শুকনো হয়ে যাচ্ছে মাঠ। এই ভিডিও দেখে উচ্ছ্বসিত আরসিবি সমর্থকরা। তাঁদের আশা, শনিবার বৃষ্টি হলেও ম্যাচে বিঘ্ন ঘটবে না। বৃষ্টি থেমে গেলেই দ্রুত খেলা শুরু করা যাবে।

শনিবার কার্যত নক-আউট

বৃহস্পতিবার বৃষ্টির জন্য সানরাইজার্স হায়দরাবাদ-গুজরাট টাইটানস ম্যাচ ভেস্তে যায়। এর ফলে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে হায়দরাবাদ। আগেই প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। ফলে প্লে-অফে মাত্র একটি জায়গা বাকি। শনিবার আরসিবি-সিএসকে ম্যাচে যে দল জয় পাবে তারাই প্লে-অফে জায়গা পেতে পারে। তবে প্রথমে ব্যাটিং করলে অন্তত ১৮ রানে জয় পেতে হবে আরসিবি-কে। পরে ব্যাটিং করলে ১৮.১ ওভারের মধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে হবে। সিএসকে পয়েন্ট ও রান রেটে এগিয়ে। ফলে শনিবারের ম্যাচে জয় পেলেই প্লে-অফে পৌঁছে যাবেন মহেন্দ্র সিং ধোনিরা। ম্যাচ ভেস্তে গেলেও প্লে-অফের যোগ্যতা অর্জন করবে সিএসকে। এই কারণে আবহাওয়ার পূর্বাভাসের দিকে আরসিবি শিবিরের নজর থাকছে।

 

Scroll to load tweet…

 

আইপিএল-এর শেষদিকে দারুণ ফর্মে আরসিবি

চলতি আইপিএল-এ টানা ৬ ম্যাচে হারের পর দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে টানা ৫ ম্যাচে জয় পেয়েছে আরসিবি। শনিবারও জিতে প্লে-অফের যোগ্যতা অর্জন করাই বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিদের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

MS Dhoni: আরসিবি ম্যাচের আগে নেটে বোলিং অনুশীলন ধোনির, ভাইরাল ভিডিও

IPL 2024: আইপিএল প্লে-অফে ৩ দল চূড়ান্ত, চতুর্থ স্থানে কারা থাকতে পারে?

IPL 2024: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদ