এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না পাঞ্জাব কিংস। তুলনায় কিছুটা ভালো পারফরম্যান্স দেখাচ্ছে গত ২ বারের ফাইনালিস্ট গুজরাট টাইটানস।
রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩ উইকেটে জয় পেল গুজরাট টাইটানস। এই জয়ের ফলে ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে গতবারের রানার্সরা। অন্যদিকে, ৮ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে পাঞ্জাব কিংস। রবিবার বিকেলে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা যায়। ২ দলই ২০০-র বেশি রান করে। কিন্তু পাঞ্জাব ও গুজরাটের ম্যাচে কোনও দলই বড় স্কোর করতে পারল না। এমনকী, ২ দলের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। এবারের আইপিএল-এ এরকম ম্যাচ খুব কমই দেখা গিয়েছে।
ব্যাটিং ব্যর্থতায় হার পাঞ্জাবের
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক স্যাম কারান। তবে তিনি নিজে যেমন বড় স্কোর করতে পারেননি, তেমনই তাঁর দলও ভালো পারফরম্যান্স দেখাতে পারল না। ওপেন করতে নেমে ২০ রান করেন পাঞ্জাবের অধিনায়ক। অপর ওপেনার প্রভসিমরন সিং করেন ৩৫ রান। রিলি রসুউ করেন ৯ রান। জিতেশ শর্মা করেন ১৩ রান। লিয়াম লিভিংস্টোন করেন ৬ রান। শশাঙ্ক সিং করেন ৮ রান। ৩ রান করেই আউট হয়ে যান আশুতোষ শর্মা। হরপ্রীত সিং করেন ১৪ রান। ১২ বলে ২৯ রান করেন হরপ্রীত ব্রার। প্রথম বলেই আউট হয়ে যান হর্ষল প্যাটেল (০)। ১ রান করে অপরাজিত থাকেন কাগিসো রাবাডা। ১৪২ রানে অলআউট হয়ে যায় পাঞ্জাব। গুজরাটের হয়ে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন রবিশ্রীনিবাসন সাই কিশোর। ৩২ রান দিয়ে ২ উইকেট নেন মোহিত শর্মা। ২০ রান দিয়ে ২ উইকেট নেন নূর আহমেদ।
রাহুল তেওয়াটিয়ার ঝোড়ো ব্যাটিং
রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় গুজরাট। ১৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন রাহুল তেওয়াটিয়া। তিনি ৭টি বাউন্ডারি মারেন। গুজরাটের অধিনায়ক শুবমান গিল ৩৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। সাই সুদর্শন করেন ৩১ রান। পাঞ্জাবের হয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন হর্ষল। ১৯ রান দিয়ে ২ উইকেট নেন লিয়াম লিভিংস্টোন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
KKR Vs RCB: বিতর্কের ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে ১ রানে জয়, পয়েন্ট তালিকায় দ্বিতীয় কেকেআর
Virat Kohli: নো বলে আউট? আম্পায়ারের সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ বিরাট, ভাইরাল ভিডিও
Dinesh Karthik: আইপিএল-এ ২৫০ ম্যাচ, ধোনি-রোহিতের নজির স্পর্শ কার্তিকের