সংক্ষিপ্ত
রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স যযত সহজে জয় পাবে বলে আশা করা হচ্ছিল, তত সহজে জয় এল না।
ইডেন গার্ডেন্সে টানটান উত্তেজনার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২২২ রান করে কেকেআর। জবাবে ২২১ রানে অলআউট হয়ে গেল আরসিবি। এই জয়ের ফলে ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর। অন্যদিকে, ৮ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে সবার শেষেই থাকল আরসিবি। এদিনের ম্যাচে কেকেআর জয় পেলেও, বিরাট কোহলির আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আরসিবি শিবির প্রচণ্ড ক্ষুব্ধ। ক্রিকেটপ্রেমীরাও আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছেন।
বিরাটের উইকেটই পার্থক্য গড়ে দিল?
বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা ভালোভাবে করে আরসিবি। ২ ওভারে ২৭ রান যোগ করেন বিরাট ও ফাফ ডু প্লেসি। কিন্তু তৃতীয় ওভারের প্রথম বলেই আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে যান বিরাট। ৭ বলে ১৮ রান করে আউট হয়ে যান এই তারকা। ডু প্লেসি ৭ রান করেই আউট হয়ে যান। এরপর দুর্দান্ত ব্যাটিং করেন উইল জ্যাকস। তিনি ৩২ বলে ৫৫ রান করেন। ২৩ বলে ৫২ রান করেন রজত পতিদার। ক্যামেরন গ্রিন (৬) অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ১৮ বলে ২৪ রান করেন সূযশ প্রভুদেশাই। ৩ বল খেলে ৪ রান করেই আউট হয়ে যান মহীপাল লোমরোর। আইপিএল-এ ২৫০-তম ম্যাচে ১৮ বলে ২৫ রান করেন দীনেশ কার্তিক। ৭ বলে ২০ রান করেন করণ শর্মা। তিনি ৩টি ওভার-বাউন্ডারি মেরে আরসিবি-কে জেতানোর চেষ্টা করছিলেন। কিন্তু জয়ের খুব কাছে গিয়েই থেমে গেল আরসিবি।
বোলিংয়ে সাফল্য রাসেলের
এদিন কেকেআর-এর সেরা বোলার আন্দ্রে রাসেল। ৩ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন হর্ষিত। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন সুনীল নারিন। ৩ ওভারে ৫৫ রান দিয়ে ১ উইকেট নেন মিচেল স্টার্ক। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন বরুণ চক্রবর্তী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Virat Kohli: নো বলে আউট? আম্পায়ারের সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ বিরাট, ভাইরাল ভিডিও
Dinesh Karthik: আইপিএল-এ ২৫০ ম্যাচ, ধোনি-রোহিতের নজির স্পর্শ কার্তিকের
Nandini Dairy: টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের স্পনসর নন্দিনী ডেয়ারি