সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এর পরেই অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক। কেরিয়ারের শেষ আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি।

মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল-এ ২৫০ ম্যাচ খেলার নজির গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক। রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে নতুন নজির গড়লেন কার্তিক। এর আগে কেকেআর-এর অধিনায়ক ছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। তবে দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। রবিবার কেকেআর-এর ঘরের মাঠে নজির গড়া তাই কার্তিকের কাছে তাৎপর্যপূর্ণ। চলতি আইপিএল-এ তিনি ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। রবিবারের ম্যাচেও ভালো ব্যাটিং করাই তাঁর লক্ষ্য। তবে কেকেআর-এর বোলাররা যে ফর্মে, তাতে কার্তিকের বড় স্কোর করা কঠিন হতে পারে।

বন্ধু রোহিতের সঙ্গে একই সারিতে কার্তিক

আইপিএল-এ প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০ ম্যাচ খেলার নজির গড়েন ধোনি। এরপর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েন রোহিত। গত বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমে ধোনির সঙ্গে একই সারিতে পৌঁছে যান রোহিত। তিনি এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখান। ওপেন করতে নেমে ২৫ বলে ৩৬ রান করেন রোহিত। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। রবিবার উইকেটকিপার হিসেবে সাফল্য পাননি কার্তিক। ব্যাটিংয়ে সাফল্য পাওয়ার লক্ষ্যে তিনি।

টি-২০ বিশ্বকাপে খেলার লক্ষ্যে কার্তিক

লোয়ার-মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটার কার্তিক। এবারের আইপিএল-এও তিনি ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। এবার টি-২০ বিশ্বকাপে খেলাই কার্তিকের লক্ষ্য। তিনি বলেছেন, ‘আমার জীবনের এই পর্যায়ে এসে যদি আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে সেটাই সবচেয়ে ভালো অনুভূতি হবে। আমি টি-২০ বিশ্বকাপে খেলতে চাই। এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করার চেয়ে আমার জীবনে আর বড় কিছু নেই।’ টি-২০ বিশ্বকাপের জন্য এখনও ভারতীয় দল ঘোষণা হয়নি। ফলে কার্তিকের সুযোগ পাওয়ার আশা আছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: আইপিএল-এ ২৫০ ম্যাচ, মহেন্দ্র সিং ধোনির নজির স্পর্শ রোহিত শর্মার

Nandini Dairy: টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের স্পনসর নন্দিনী ডেয়ারি

IPL 2024: লড়াই করেও টার্গেট থেকে বহু দূরে দিল্লি, ৬৭ রানে জয় হায়দরাবাদের