IPL 2024: বিফলে আশুতোষ শর্মার বিস্ফোরক ব্যাটিং, পাঞ্জাবের বিরুদ্ধে ৯ রানে জয় মুম্বইয়ের

চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় শেষের দিকে আছে মুম্বই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস। বৃহস্পতিবার এই ২ দলের লড়াই অবশ্য জমে উঠেছিল। টানটান উত্তেজনার ম্যাচ দেখা গেল।

বৃহস্পতিবার পাঞ্জাব কিংসকে ৯ রানে হারিয়ে চলতি আইপিএল-এ তৃতীয় জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। ৭ ম্যাচ খেলে হার্দিক পান্ডিয়ার দলের পয়েন্ট ৬। পয়েন্ট তালিকায় ৭ নম্বরে উঠে এল মুম্বই। অন্যদিকে, এদিনও হেরে যাওয়ায় ৭ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে নেমে গেল পাঞ্জাব কিংস। তবে এদিন পাঞ্জাব হেরে গেলেও, স্মরণীয় হয়ে থাকবে আশুতোষ শর্মার বিস্ফোরক ব্যাটিং। ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৮ বলে ৬১ রান করেন তিনি। এই ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারি। অসাধারণ ব্যাটিং করেও দলকে জেতাতে পারলেন না আশুতোষ। মুম্বই ইন্ডিয়ানকে জিতিয়ে দিলেন সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক ভার্মা ও জসপ্রীত বুমরা। ৫৩ বলে ৭৮ রান করেন সূর্যকুমার। তিনি ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। ২৫ বলে ৩৬ রান করেন রোহিত। ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন তিলক। ২১ রান দিয়ে ৩ উইকেট নেন বুমরা। ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন জেরাল্ড কোটজি।

ভালো বোলিংয়ের সুবাদেই জয় মুম্বইয়ের

Latest Videos

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৯২ রান করে মুম্বই ইন্ডিয়ানস। জবাবে ১৯.১ ওভারে ১৮৩ রানে অলআউট হয়ে গেল পাঞ্জাব কিংস। কারান জোড়া উইকেট নিলেও, ৪১ রান দেন। ৪২ রান দিয়ে ১ উইকেট নেন কাগিসো রাবাডা। ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন হর্ষল প্যাটেল। মুম্বইয়ের হয়ে বুমরা ও কোটজি ভালো বোলিং করায় জয়ের কাছাকাছি গিয়েও থেমে যেতে হল পাঞ্জাবকে।

ফের ব্যর্থ হার্দিক

মুম্বই এদিন জয় পেলেও, ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না অধিনায়ক হার্দিক। ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ৬ বলে ১০ রান করার পর ৪ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ১ উইকেট নেন। অধিনায়কের ফর্ম নিয়ে মুম্বইয়ের চিন্তা দূর হচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: আইপিএল-এ ২৫০ ম্যাচ, মহেন্দ্র সিং ধোনির নজির স্পর্শ রোহিত শর্মার

Rohit Sharma: আইপিএল-এর মাঝেই টি-২০ বিশ্বকাপ নিয়ে বৈঠকের খবর অস্বীকার রোহিতের

IPL 2024: ৮৯ রানে অলআউট গুজরাট টাইটানস, ৬৭ বল বাকি থাকতেই জয় দিল্লি ক্যাপিটালসের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today