IPL 2024: ফর্মে ফেরার ইঙ্গিত যশস্বীর, পাঞ্জাবের বিরুদ্ধে সহজ জয় রাজস্থানের

Published : Apr 13, 2024, 11:23 PM ISTUpdated : Apr 14, 2024, 12:31 AM IST
Yashasvi Jaiswal

সংক্ষিপ্ত

চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেননি রাজস্থান রয়্যালসের তরুণ তারকা যশস্বী জয়সোয়াল। তবে শনিবার ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন এই ব্যাটার।

অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব কিংসকে সহজেই ৩ উইকেটে হারিয়ে চলতি আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে থাকল রাজস্থান রয়্যালস। ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছেন সঞ্জু স্যামসনরা। অন্যদিকে, অনেকটা পিছিয়ে পড়েছে পাঞ্জাব। ৬ ম্যাচ খেলে শিখর ধাওয়ানদের পয়েন্ট ৪। লিগ টেবলে ৮ নম্বরে পাঞ্জাব। শনিবারের ম্যাচে সেভাবে লড়াই হল না। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৪৭ রান করে পাঞ্জাব কিংস। কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। ১ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয় পেল রাজস্থান রয়্যালস। ভালো ব্যাটিং করলেন যশস্বী জয়সোয়াল। কিন্তু রাজস্থানেরও কোনও ব্যাটার অর্ধশতরান করতে পারলেন না। চলতি আইপিএল-এ প্রথমবার কোনও ম্যাচে কেউই অর্ধশতরান করতে পারলেন না। ফলে ম্যাচ ঠিক জমল না।

পাঞ্জাব কিংসের ব্যাটিং ব্যর্থতা

এদিন ধাওয়ান না খেলায় পাঞ্জাবের ব্যাটিং লাইনআপের শক্তি কমে গিয়েছিল। কোনও ব্যাটারই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৬ বলে ৩১ রান করেন আশুতোষ শর্মা। এটাই পাঞ্জাবের ইনিংসে সর্বাধিক রান। জিতেশ শর্মা করেন ২৯ রান। ১৪ বলে ২১ রান করেন লিয়াম লিভিংস্টোন। রাজস্থানের হয়ে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন কেশব মহারাজ। ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন আবেশ খান।

শিমরন হেটমায়ারের ঝোড়ো ব্যাটিং

রাজস্থানের ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৩৯ রান করেন ওপেনার যশস্বী। অপর ওপেনার তনুশ কোটিয়ান করেন ২৪ রান। রিয়ান পরাগ করেন ২৩ রান। ১০ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার। পাঞ্জাবের বোলারদের মধ্যে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন কাগিসো রাবাডা। ২৫ রান দিয়ে ২ উইকেট নেন অধিনায়ক স্যাম কারান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

KKR Vs LSG: ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে ফের সবুজ-মেরুন জার্সিতে লখনউ

Rohit Sharma: আগামী মরসুমের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসে যোগ দিচ্ছেন রোহিত শর্মা?

IPL 2024: ঋষভ পন্থের ঝোড়ো ইনিংস, লখনউকে উড়িয়ে দ্বিতীয় জয় দিল্লির

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?