সংক্ষিপ্ত

চলতি আইপিএল-এর পরেই রোহিত শর্মাার দল বদল নিয়ে আলোচনা অব্যাহত। মুম্বই ইন্ডিয়ানসের প্রাক্তন অধিনায়ক কোন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন, সেটা নিয়েও আলোচনা চলছে।

মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাকে কি প্রথমবার আইপিএল-এ একসঙ্গে খেলতে দেখা যাবে? এই সম্ভাবনাই দেখছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে, আগামী মরসুমের আইপিএল-এর আগে যে মেগা নিলাম হবে, তাতে থাকবেন রোহিত। তাঁকে দলে নিতে পারে চেন্নাই সুপার কিংস। সেটা হলে চমকপ্রদ ঘটনা হবে। জাতীয় দলের হয়ে একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন রোহিত ও ধোনি। এবার আইপিএল-এ তাঁদের একই দলে খেলতে দেখলে ক্রিকেটপ্রেমীরা খুশি হবেন। তবে রোহিতকে মুম্বই ইন্ডিয়ানস ছেড়ে দেবে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। এই তারকা ক্রিকেটারকে দলে ধরে রাখার চেষ্টা করতে পারে মুম্বই ইন্ডিয়ানস ম্যানেজমেন্ট। সম্প্রতি রোহিতকে পাশে নিয়ে গাড়ি চালিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যান মুম্বই ইন্ডিয়ানসের কর্ণধার আকাশ আম্বানি। তিনি এই তারকা ক্রিকেটারের মানভঞ্জনের চেষ্টা করছেন।

দলবদল করবেন রোহিত?

ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্ট শোয়ে ভন বলেছেন, ‘আমার মনে হয়, চেন্নাইয়ে যাবে রোহিত। ও মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে অধিনায়ক হবে। এ বছর অধিনায়কত্ব করছে রুতুরাজ গায়কোয়াড়। ও কি আগামী বছরেও অধিনায়ক হিসেবে থাকবে? হয়তো আগামী বছর অধিনায়ক হবে রোহিত। আমার মনে হচ্ছে ও চেন্নাইয়েই যাবে। আমি ওকে চেন্নাইয়ে দেখতে পাচ্ছি। ও যদি চেন্নাইয়ের অধিনায়ক হয় এবং মুম্বইয়ে আসে, তাহলে কি ওকে ব্যঙ্গ করবেন দর্শকরা?’

'রোহিতকে অধিনায়ক পদ থেকে সরানো ভুল'

রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া প্রসঙ্গে ভন বলেছেন, ‘আমি হলে রোহিতকেই অধিনায়ক হিসেবে রেখে দিতাম। ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ভালো পারফরম্যান্স দেখিয়েছে রোহিত। ও টি-২০ বিশ্বকাপেও অধিনায়ক হিসেবে থাকবে। ওকে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে রেখে দেওয়াই বুদ্ধিমানের মতো কাজ হত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: চলতি আইপিএল শেষ হলেই মুম্বই ইন্ডিয়ানস ছাড়ছেন রোহিত শর্মা?

Rohit Sharma: নিজে গাড়ি চালিয়ে রোহিত শর্মাকে নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আকাশ আম্বানি, ভাইরাল ভিডিও

YouTube video player