শনিবারই এবারের আইপিএল-এ প্লে-অফে চতুর্থ দল ঠিক হয়ে যাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস ম্যাচে যে দল জয় পাবে তারাই প্লে-অফের যোগ্যতা অর্জন করবে।
শনিবার সন্ধেবেলা কি ঠিক সময়ে শুরু হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস ম্যাচ? আশা কম। কারণ, আবহাওয়ার পূর্বাভাস বলছে, এদিন বিকেল ৫টায় ভারী বৃষ্টি শুরু হবে। ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধে সাড়ে ৭টায়। সেই সময়ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাত ৯টা নাগাদও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির লড়াই দেখা যাবে কি না, এ বিষয়ে সংশয় তৈরি হয়েছে। আরসিবি সমর্থকদের আশা, আবহাওয়ার পূর্বাভাস ভুল প্রমাণিত হবে এবং ঠিক সময়ে ম্যাচ শুরু হবে। ম্যাচ শুরু হওয়ার আগে বৃষ্টি হলেও, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ড্রেনেজ সিস্টেম উন্নত মানের। দ্রুত মাঠ থেকে জেল বের করে দিতে পারবেন মাঠকর্মীরা। ফলে ম্যাচ চলাকালীন বৃষ্টি না হলেই নির্বিঘ্নে হবে ম্যাচ।
বেঙ্গালুরুতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বেঙ্গালুরুতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে সন্ধে ৭টায় টস হবে কি না, সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বৃষ্টি চলতে থাকলে ওভার সংখ্যা কমাতে বাধ্য হতে পারেন আম্পায়াররা। তবে এখনও কয়েক ঘণ্টা রয়েছে। ফলে আগাম কিছু বলা সম্ভব হচ্ছে না। যদিও বৃষ্টির ফলে ম্যাচে বিঘ্ন ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে।
জয় পেলেই প্লে-অফের যোগ্যতা অর্জন
শনিবার আরসিবি-সিএসকে ম্যাচে যে দল জয় পাবে তারাই প্লে-অফের যোগ্যতা অর্জন করবে। তবে আরসিবি-র ক্ষেত্রে কিছু শর্ত আছে। প্রথমে ব্যাটিং করলে ১৮ রানে জয় পেতে হবে বিরাটদের। পরে ব্যাটিং করলে ১৮.১ ওভারের মধ্যে জয় পেতে হবে। ধোনিদের ক্ষেত্রে কোনও শর্ত নেই। তাঁরা রেন রেট ও পয়েন্টে এগিয়ে। ফলে এই ম্যাচে জয় পেলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করবে সিএসকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়েও প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল লখনউ সুপার জায়ান্টস
RCB Vs CSK: শনিবার বৃষ্টির পূর্বাভাস, আরসিবি সমর্থকদের ভরসা চিন্নাস্বামীর ড্রেনেজ সিস্টেম