IPL 2024: আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং কলকাতা নাইট রাইডার্সের

আইপিএল-এর শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই চলছে। ২০০৮ সালে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ খেলেছিল এই দুই ফ্র্যাঞ্চাইজি।

Soumya Gangully | Published : Mar 29, 2024 1:27 PM IST / Updated: Mar 29 2024, 07:54 PM IST

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অঙ্গকৃশ রঘুবংশীর অভিষেক হতে চলেছে। কেকেআর-এর প্রথম একাদশে আছেন- ফিলিপ সল্ট (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রমনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, অনুকূল রায়, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। আরসিবি-র প্রথম একাদশে আছেন- বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত (উইকেটকিপার), দীনেশ কার্তিক, আলজারি জোশেফ, ময়ঙ্ক দাগার, মহম্মদ সিরাজ ও যশ দয়াল। গত ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আরসিবি-কে জেতান বিরাট। তাঁকে থামাতে না পারলে সমস্যায় পড়বে আরসিবি।

কেকেআর শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে

টসে জিতে শ্রেয়াস বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। কিউরেটরের সঙ্গে আমার কথা হয়েছে। উইকেট কেমন আচরণ করবে, সে বিষয়ে তিনি মতামত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, স্পিনাররা উইকেট থেকে সাহায্য পেতে পারে। আমাদের দলের সবার আত্মবিশ্বাস তুঙ্গে। আমরা প্রথম ম্যাচে জয় পেয়েছি। দলের সবার মনোবল তুঙ্গে। আমাদের একইভাবে খেলতে হবে।’

ভালো ব্যাটিংয়ের লক্ষ্যে শ্রেয়াস

নিজের খেলা সম্পর্কে শ্রেয়াস বলেছেন, ‘বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে চলতে হবে। আমাকে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে হবে। দল যাতে বড় স্কোরে পৌঁছে যেতে পারে, সেটা নিশ্চিত করতে চাই আমি। ভয়ঙ্কর বোলিং লাইনআপ পেলে অধিনায়ক হিসেবে সবসময় ভালো লাগে। আমাদের বোলাররা গত ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। এই ম্যাচের শুরুতে আমরা কেমন পারফরম্যান্স দেখাতে পারি তার ভিত্তিতে পরের দিকে কী করতে পারি দেখতে হবে। আমাদের দলে একটাই বদল হয়েছে। অনুকূল রায় দলে এসেছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Hardik Pandya: হার্দিকের অধিনায়কত্বের ধরনে অসন্তুষ্ট মুম্বই ইন্ডিয়ানসের বোলিং কোচ!

IPL 2024: আইপিএল-এ ঋষভ পন্থের শততম ম্যাচে নায়ক রিয়ান পরাগ, ফের হার দিল্লির

IPL 2024: রাজস্থান রয়্যালসে কেশব মহারাজ, কলকাতা নাইট রাইডার্সে আফগান কিশোর

Read more Articles on
Share this article
click me!