IPL 2024: ধোনির পরিবর্তে চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়

এবারের আইপিএল শুরু হওয়ার ঠিক আগে বড় চমক। সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরিবর্ত খুঁজে নিল চেন্নাই সুপার কিংস। এই পদক্ষেপ নিয়ে অবশ্য ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে।

মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। আইপিএল-এর সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই খবর জানানো হয়েছে। ১০টি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ককে নিয়ে যে ফটো সেশন আয়োজন করা হয়, সেখানে ৯টি দলের অধিনায়ক ছিলেন। শুধু পাঞ্জাব কিংসের সহ-অধিনায়ক জিতেশ শর্মা ছিলেন। সিএসকে-র অধিনায়ক হিসেবে ছিলেন রুতুরাজ। এতেই স্পষ্ট হয়ে গিয়েছে, এবার আর অধিনায়ক হিসেবে থাকছেন না ধোনি। তিনি এর আগেও সিএসকে-র অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সিএসকে অধিনায়ক হিসেবে সাফল্য পাননি রবীন্দ্র জাডেজা। ফলে ফের দলের হাল ধরতে হয় ধোনিকে। তিনি গতবার সিএসকে-কে পঞ্চম খেতাব জেতান। এরপরেই অধিনায়কত্ব থেকে সরে গেলেন ধোনি।

সিএসকে-র পক্ষ থেকে অধিনায়ক বদলের ঘোষণা

Latest Videos

সিএসকে-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘টাটা আইপিএল ২০২৪ শুরু হওয়ার আগে রুতুরাজ গায়কোয়াড়কে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের ভার তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ থেকে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অঙ্গ রুতুরাজ। তিনি এই সময় আইপিএল-এ ৫২টি ম্যাচ খেলেছেন। আসন্ন মরসুমের দিকে তাকিয়ে আছে দল।’

 

 

আইপিএল-এর সফলতম অধিনায়ক ধোনি

রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ধোনি। গতবার ফাইনালে গুজরাট টাইটানসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিএসকে। এবারও দলকে চ্যাম্পিয়ন করতে পারলে এককভাবে আইপিএল-এর ইতিহাসে সফলতম অধিনায়ক হয়ে যেতেন ধোনি। কিন্তু তার আগেই তিনি অধিনায়কত্ব থেকে সরে গেলেন। এখনও পর্যন্ত আইপিএল-এ ২৫০ ম্যাচ খেলে ৫,০৮২ রান করেছেন ধোনি। তাঁর ব্যাটিংয়ের গড় ৩৮.৭৯। আইপিএল-এ ২৪ বার অর্ধশতরান করেছেন ধোনি। গতবারের আইপিএল-এ হাঁটুর চোটের জন্য লোয়ার অর্ডারে ব্যাটিং করেন এই তারকা। এবার ফিট হয়ে ওঠায় ভালো পারফরম্যান্সের লক্ষ্যে ধোনি

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: প্রতি ওভারে জোড়া বাউন্সার, স্মার্ট রিপ্লে সিস্টেম, আইপিএল-এ একাধিক নতুন নিয়ম

IPL 2024: অযোধ্যার রাম মন্দিরে লখনউ সুপার জায়ান্টসের তারকা কেশব মহারাজ

IPL 2024: চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে নাচ, আইপিএল-এর আগে খোশমেজাজে রিঙ্কু সিং, ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
'যা করার প্রথম পাঁচ দিনে করে দিয়েছে মমতার পুলিশ', সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই মন্তব্য সুকান্তর
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning
রায় ঘোষণার পর কোর্টে চিৎকার! বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের | RG Kar latest news | RG Kar Case
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral