Shah Rukh Khan: 'কেকেআর-এ ছোট-বড় বলে কেউ নেই, দলই আসল,' বার্তা শাহরুখের

Published : May 29, 2024, 11:42 PM ISTUpdated : May 30, 2024, 12:24 AM IST
IPL finale shahrukh khan wears multicrore richard mille watch worth rs 6 crore

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ তৃতীয় খেতাব জিতেছে কলকাতা নাইট রাইডার্স। দল চ্যাম্পিয়ন হওয়ায় খুশি কর্ণধার শাহরুখ খান। তিনি দলের সবার জন্য বিশেষ বার্তা দিয়েছেন।

দল পূর্ণ দাপট দেখিয়ে এবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য বিশেষ বার্তা দিলেন কর্ণধার শাহরুখ খান। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আমার দলের সব ছেলে, আমার দল, আমার চ্যাম্পিয়নরা। রাতের আশীর্বাদপ্রাপ্ত মোমবাতি। আমার কেকেআর-এর তারকারা। আমি অনেককিছু করতে পারি না। তোমরাও অনেককিছু করতে পারো না। কিন্তু আমরা একসঙ্গে বেশিরভাগ কাজই করতে পারি। এটাই কলকাতা নাইট রাইডার্সের নীতি। আমরা সবাই একসঙ্গে সব কাজ করতে চাই।’ শাহরুখের এই বার্তা পেয়ে কেকেআর তারকারা নতুন করে অনুপ্রাণিত হচ্ছেন।

গম্ভীরের প্রশংসায় শাহরুখ

আলাদা করে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরের প্রশংসা করেছেন শাহরুখ। তিন সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘গৌতম গম্ভীরের দক্ষতা ও পথ প্রদর্শন, চান্দুর (চন্দ্রকান্ত পণ্ডিত) আন্তরিকতা, অভিষেক নায়ারের ভালোবাসা, শ্রেয়াস আইয়ারের নেতৃত্ব, টেন্ডো, ভারতী অরুণ, কার্ল ক্রো ও নাথান লিমনের নিষ্ঠা তো আছেই, তাছাড়া এই দলে ছোট-বড় বলে কেউ নেই। দলে কোনওএ শ্রেণিবিন্যাস নেই। দলের সবার একে অপরের প্রতি শ্রদ্ধা আছে। এই কারণেই দলের সবাই একসঙ্গে সব কাজ করতে পারে। জিজি বলে, তুমি যদি দল হিসেবে কোনও একটা লক্ষ্যকে সমর্থন করতে না পারো, তাহলে তুমি দলে ভেদাভেদ তৈরি করছো। দলের সব খেলোয়াড় সেটা বোঝে। সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কোনও বিভেদ নেই।’

 

 

দলের প্রশংসায় শাহরুখ

দলের প্রশংসা করে শাহরুখ বলেছেন, ‘ট্রফি জয় দলে সেরা খেলোয়াড় থাকার প্রমাণ নয়। এটা প্রমাণ করে, দলের জন্য সব খেলায়াড় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। ছেলেরা, তোমরা সবাই নায়ক হয়ে উঠেছো। তোমাদের সবাইকে ভালোবাসি। নাচ থামিও না। আমি কেকেআর-এর সব সমর্থকের জন্য খুশি। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সারা বিশ্বের তরুণরা বুঝতে পারবে, খারাপ সময় খুব বেশিদিন থাকে না। কঠিন ও খুশি থাকা দলই শেষপর্যন্ত জয় পায়। করব-লড়ব-জিতব। ২০২৫ সালে স্টেডিয়ামে আবার দেখা হচ্ছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024 Final KKR Vs SRH: ফুটবল থেকে ক্রিকেট, দেশজুড়ে কলকাতার রাজত্ব

IPL 2024 Awards: প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ তৃতীয়বার 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' সুনীল নারিন

IPL 2024 Final KKR Vs SRH: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনাল, তৃতীয়বার চ্যাম্পিয়ন কেকেআর

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম