IPL 2025 DC vs RR: অভিষেক পোড়েলের লড়াই, যোগ্য সঙ্গত রাহুলের, রাজস্থানের বিরুদ্ধে দিল্লি ১৮৮/৫

Published : Apr 16, 2025, 09:15 PM ISTUpdated : Apr 16, 2025, 09:43 PM IST
MI vs DC LIVE

সংক্ষিপ্ত

Abishek Porel: এবারের আইপিএল-এ (IPL 2025) খাঁটি বঙ্গসন্তান হিসেবে আছেন একমাত্র অভিষেক পোড়েল (Abishek Porel)। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই উইকেটকিপার-ব্যাটার।

IPL 2025 Delhi Capitals vs Rajasthan Royals: বাংলার ব্যাটার অভিষেক পোড়েলের (Abishek Porel) লড়াইয়ের সুবাদে বুধবার আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় রান করল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। নির্ধারিত ২০ ওভারের শেষে দিল্লির স্কোর ৫ উইকেটে ১৮৮। অভিষেক ৩৭ বলে ৪৯ রান করেন। নিশ্চিত অর্ধশতরান হারালেন বঙ্গসন্তান। কে এল রাহুল (KL Rahul) ফের ভালো ব্যাটিং করলেন। এই তারকা ৩২ বলে ৩৮ রান করেন। দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) ঝোড়ো ব্যাটিং করেন। তিনি ১৪ বলে ৩৪ রান করেন। এই ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি এবং ২টি ওভার-বাউন্ডারি। ট্রিস্টান স্টাবসও (Tristan Stubbs) দ্রুত রান তোলেন। তিনি ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। স্টাবসের এই ইনিংসে ছিল ২টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ১১ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন আশুতোষ শর্মা (Ashutosh Sharma)। ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk) অবশ্য এদিন সাফল্য পাননি। তিনি ৬ বলে ৯ রান করেন। গত ম্যাচে অসাধারণ ব্যাটিং করা করুণ নায়ার (Karun Nair) এদিন ৩ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান।

জোফ্রা আর্চারের জোড়া উইকেট

রাজস্থান রয়্যালসের বোলারদের মধ্যে সবচেয়ে সফল জোফ্রা আর্চার (Jofra Archer)। ৪ ওভার বোলিং করে এই পেসার ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। ৪ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট নেন মাহিশ থিকসানা (Maheesh Theekshana)।

জয়ে ফেরার লক্ষ্যে দিল্লি

চলতি আইপিএল-এ নিজেদের প্রথম ৪ ম্যাচেই জয় পায় দিল্লি। কিন্তু এরপর পঞ্চম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) কাছে হেরে যান অভিষেকরা। বুধবার রাজস্থানকে হারাতে পারলে চলতি আইপিএল-এ প্রথম দল হিসেবে ১০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে পৌঁছে যাবে দিল্লি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম