আইপিএল-এ বয়স্কতম ক্রিকেটার হিসেবে রিটেইনড, চেন্নাই সুপার কিংসেই মহেন্দ্র সিং ধোনি

Published : Oct 31, 2024, 06:48 PM ISTUpdated : Oct 31, 2024, 07:52 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

২০২৫ সালের আইপিএল-এ আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলবেন মহেন্দ্র সিং ধোনি। নিলামের আগেই তাঁকে দলে ধরে রাখল চেন্নাই সুপার কিংস।

২০২৫ সালের আইপিএল-এও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে আগামী আইপিএল-এর নিলামের আগেই রিটেইন করল সিএসকে। বৃহস্পতিবার সরকারিভাবে ধোনিকে রিটেইন করার কথা ঘোষণা করেছে সিএসকে। আগামী আইপিএল-এ আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলবেন ধোনি। আইপিএল-এর নতুন নিয়ম অনুযায়ী ধোনি এবার আনক্যাপড প্লেয়ার। কারণ, তিনি পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। সম্প্রতি ধোনি জানিয়েছেন, তিনি যতদিন পেশাদার ক্রিকেট খেলবেন, ততদিন খেলা উপভোগ করতে চান। গত কয়েক বছর ধরেই জল্পনা চলছে, অবসর নেবেন ধোনি। তবে সেই জল্পনা বারবার মিথ্যা প্রমাণিত হচ্ছে। ২০২৫ সালের আইপিএল-এও খেলছেন ধোনি। এই খবরে তাঁর অনুরাগীরা উচ্ছ্বসিত। ধোনি যতদিন ফিট থাকবেন, ততদিনই তিনি সিএসকে-র হয়ে খেলে যেতে পারেন। কারণ, এই ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছাড়তে নারাজ। সিএসকে সমর্থকরাও চাইছেন ধোনি আইপিএল-এ খেলা চালিয়ে যান।

আইপিএল-এ ১৮-তম মরসুম ধোনির

আইপিএল-এর শুরু থেকে এখনও পর্যন্ত যে ক্রিকেটাররা খেলছেন, তাঁদের অন্যতম ধোনি। ২০২১ সালের আইপিএল-এ আনক্যাপড প্লেয়ার সংক্রান্ত নিয়ম বদল করা হয়েছিল। এবার নতুন করে এই নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি ২০২৫ সালের আইপিএল শুরু হওয়ার আগে গত পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলে না থাকেন বা বিসিসিআই-এর চুক্তির বাইরে থাকেন, তাহলে তিনি আনক্যাপড প্লেয়ার হিসেবে বিবেচিত হবেন। এই নিয়মের আওতায় আছেন ধোনি। তিনি চার কোটি টাকার বিনিময়ে ফের সিএসকে-র হয়ে খেলতে চলেছেন।

পাঁচ ক্রিকেটারকে ধরে রাখল সিএসকে

ধোনি ছাড়াও রুতুরাজ গায়কোয়াড়, মাথিসা পাথিরানা, শিবম দুবে ও রবীন্দ্র জাডেজাকে রিটেইন করল সিএসকে। অধিনায়ক রুতুরাজ ১৮ কোটি টাকা পাচ্ছেন। পাথিরানা পাচ্ছেন ১৩ কোটি টাকা। শিবম পাচ্ছেন ১২ কোটি টাকা। জাডেজা পাচ্ছেন ১৮ কোটি টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শুক্রবার শুরু ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট, প্রথম দিন বিঘ্ন ঘটাবে আবহাওয়া?

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংস ও ২৭৩ রানে হার, অজুহাত তৈরি বাংলাদেশ?

'বিরাট কোহলি হতাশ করেছে, ওর ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত,' সমালোচনায় প্রাক্তন সতীর্থ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?