সোশ্যাল মিডিয়ায় যদি ক্রিকেট খেলা হত, তাহলে বাংলাদেশ এতদিনে সব ফর্ম্যাটেই বিশ্বসেরা হয়ে উঠত। কিন্তু খেলা হয় ২২ গজে। এই কারণে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ।
ভারতের মাটিতে টেস্ট সিরিজে পর্যুদস্ত হওয়ার পর বরাবরের মতোই নানা অজুহাত দিয়েছিল বাংলাদেশ শিবির। তারপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে সাত উইকেটে হারের পর চুপ করে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকরা। এবার দ্বিতীয় টেস্ট ম্যাচে ইনিংস ও ২৭৩ রানে জয় পেল দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামে তিন দিনের কম সময়েই শেষ হয়ে গেল ম্যাচ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের অবশ্য টেস্ট ম্যাচে এরকম হারের অভ্যাস রয়েছে। বৃহস্পতিবার টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে হারের নজির গড়ল নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের দেশে পরিচিত পরিবেশ, নিজেদের পছন্দের পিচে এরকম লজ্জাজনক হারের পর বাংলাদেশের ক্রিকেট মহল কী অজুহাত দেয়, সেদিকে তাকিয়ে সবাই।
টসে জিতেই কামাল দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনার টনি ডে জর্জি ১৭৭ রান করেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১০৬ রান করেন ট্রিস্টান স্টাবস। ৭ নম্বরে ব্যাটিং করতে নেমে ১০৫ রান করতে নেমে ১০৫ রান করে অপরাজিত থাকেন উইয়ান মাল্ডার। সেনুরান মুথুস্বামী ৬৮ রান করে অপরাজিত থাকেন। ডেভিড বেডিংহ্যাম করেন ৫৯ রান। এরপর প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। সর্বাধিক ৮২ রান করেন মোমিনুল হক। ফলো-অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ।
কেশব মহারাজের দুরন্ত বোলিং
প্রথম ইনিংসে ৫৭ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিলেন কেশব মহারাজ। প্রথম ইনিংসে ১০ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নিলেন মুথুস্বামী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
শুক্রবার শুরু ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট, প্রথম দিন বিঘ্ন ঘটাবে আবহাওয়া?
'ফর্মে ফিরতে সময় দরকার,' বিরাট কোহলি-রোহিত শর্মার পাশে অভিষেক নায়ার
লক্ষ্য বর্ডার-গাভাসকর ট্রফি জয়, পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নামাচ্ছে অস্ট্রেলিয়া