MS Dhoni IPL 2025: বুড়ো হাড়ে ভেলকি! দল হারলেও কোন রেকর্ড গড়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনি?

সংক্ষিপ্ত

MS Dhoni IPL 2025: তাঁর দল হেরে গেছে। কিন্তু বুড়ো হাড়ে যেন এখনও ভেলকি দেখিয়ে চলেছেন তিনি।

MS Dhoni IPL 2025: আইপিএল-এর (IPL 2025) হাইভোল্টেজ ম্যাচে শুক্রবার, চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে সেই চেন্নাই সুপার কিংসকেই হারিয়ে দিয়েছে বেঙ্গালুরু (RCB)। কিন্তু তারপরেও রেকর্ড মাহির দখলে। কীভাবে? কারণ, আইপিএল-এর ইতিহাসে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ে ফেলেছেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)।

এতদিন পর্যন্ত, এই রেকর্ডের মালিক ছিলেন সুরেশ রায়না (Suresh Raina)। কিন্তু শুক্রবার, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৬ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন ধোনি। আর সেই ম্যাচেই এই রেকর্ড গড়লেন MSD।

Latest Videos

পরিসংখ্যান কী বলছে?

চেন্নাইয়ের (CSK) হয়ে ২৩৬টি ম্যাচে ৪৬৯৯ রান করেছেন ধোনি। আর রায়না ১৭৮টি ম্যাচ খেলে করেছেন ৪৬৮৭ রান। এবার তাঁকেও টপকে গেলেন ধোনি। সবচেয়ে বেশি রান করার তালিকায় ধোনি এবং রায়নার ঠিক পরেই আছেন ফ্যাফ ডুপ্লেসি। তিনি ৯২ ম্যাচে ২৭২১ রান করেছেন। তারপর রুতুরাজ গায়কোয়াড় ৬৮ ম্যাচে করেছেন ২৪৩৩ রান এবং রবীন্দ্র জাডেজা ১৭৪টি ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১৯৩৯ রান।

সেই গত ২০০৮ সাল থেকে সিএসকে-র হয়ে খেলছেন মাহি (MS Dhoni)। মাঝে অবশ্য চেন্নাই সুপার কিংস ২ বছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত ছিল। কিন্তু সেই সময় ধোনি খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। এছাড়া চেন্নাইয়ের হয়ে মোট ২২টি অর্ধশতরান রয়েছে ধোনির নামের পাশে।

তাঁর ব্যাটিং গড় এই মুহূর্তে ৪০.৫০ এবং স্ট্রাইক রেট ১৩৯.৪৩। তবে আক্ষেপ এই যে, রেকর্ড গড়ার দিনে ম্যাচটি জিততে পারলেন না তিনি। এদিন প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ১৯৬ রান তোলে। সেই রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪৬ রানে। তবে অদ্ভুতভাবে এই ম্যাচে ধোনি অনেকটা পরে ব্যাট করতে নামেন। তবে রেকর্ডটি ঠিকই গড়ে ফেললেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার