
IPL 2025 Closing Ceremony Shankar Mahadevan: মঙ্গলবার আইপিএল ২০২৫-এর (IPL 2025) চূড়ান্ত দিন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও পাঞ্জাব কিংস (Punjab Kings) খেতাব জয়ের লক্ষ্যে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে। এই ম্যাচটি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) চলছে। ম্যাচ শুরুর আগে চোখধাঁধানো সমাপ্তি অনুষ্ঠান দেখা যায়। বিখ্যাত গায়ক শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan) ও তাঁর সঙ্গীরা দর্শকদের মনে দেশপ্রেমের ভাব জাগিয়ে তুলেছেন। তাঁরা দেশাত্মবোধক গানের মাধ্যমে কোটি কোটি অনুরাগীর মনোরঞ্জন করেছেন। বিসিসিআই (BCCI) ভারতীয় সেনাবাহিনীর (Indian Armed Forces) জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। অপারেশন সিঁদুরে (Operation Sindoor) সেনাবাহিনীর বীরত্বকে স্মরণ করা হয়েছে। আরসিবি ও পাঞ্জাব ম্যাচের আগে মাঠে দেশপ্রেমের আবহ তৈরি হয়েছে। সর্বত্র 'বন্দে মাতরম' ধ্বনিত হচ্ছে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম দর্শকদের ভিড়ে পরিপূর্ণ। দেশাত্মবোধক গানের তালে দর্শকরা মাতোয়ারা। সর্বত্র 'ভারত মাতা কি জয়' ধ্বনিত হচ্ছে। সেনাবাহিনীর প্রশংসা করা হচ্ছে। সকল ভক্তরা দেশের বীর জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছেন।
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam) সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। সমগ্র দেশ ক্ষুব্ধ হয়েছিল। কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিয়েছিল এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে কয়েকদিনের মধ্যেই এর প্রতিশোধ নেওয়া হয়েছিল। ভারতীয় সেনাবাহিনী এই হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের খুঁজে খুঁজে হত্যা করেছিল। এরপর পাকিস্তানের আক্রমণেরও ভারতীয় সেনারা মোক্ষম জবাব দিয়েছিল।
ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার কারণে চলতি আইপিএল মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। এক সপ্তাহের জন্য এই লিগ স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর খেলা ফের শুরু হয়। বিসিসিআই-এর পক্ষ থেকে সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণেই আইপিএল ফাইনালে চোখধাঁধানো সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দেশের জওয়ানদের জন্য। সবাই এই অনুষ্ঠান দেখে খুশি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।