
IPL 2025 Delhi Capitals vs Kolkata Knight Riders: চলতি আইপিএল-এ (IPL 2025) পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) তাদের ঘরের মাঠে চাপে ফেলে দিল সপ্তম স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২০৪ রান করল কেকেআর। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) ও সুনীল নারিন (Sunil Narine) বিস্ফোরক ব্যাটিং করার পর অধিনায়ক অজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane) দ্রুত রান তোলেন। এরপর অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ও রিঙ্কু সিংও (Rinku Singh)। শেষদিকে ভালো ব্যাটিং করেন আন্দ্রে রাসেল (Andre Russell)। তবে শেষদিকে পরপর উইকেট হারায় কেকেআর। না হলে রান বাড়তে পারত।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। কিন্তু তাঁর হিসেবে ভুল হয়ে যায়। কেকেআর-এর ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন নারিন ও গুরবাজ। ৩ ওভারের মধ্যেই ৪৮ রান করে ফেলেন কেকেআর-এর দুই ওপেনার। ১২ বলে ২৬ রান করেন গুরবাজ। ১৬ বলে ২৭ রান করেন নারিন। ১৪ বলে ২৬ রান করেন রাহানে। ৩২ বলে ৪৪ রান করেন রঘুবংশী। ২৫ বলে ৩৬ রান করেন রিঙ্কু। ৯ বলে ১৭ রান করেন রাসেল। তবে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না কেকেআর-এর সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। তিনি ৫ বল খেলে ৭ রান করেন। রভম্যান পাওয়েল (Rovman Powell) করেন ৫ রান। প্রথম বলেই আউট হয়ে যান অনুকূল রায় (Anukul Roy)। ১ রান করে অপরাজিত থাকেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। ০ রানে অপরাজিত থাকেন হর্ষিত রানা (Harshit Rana)।
পুরনো দল কেকেআর-এর বিরুদ্ধে ভালো বোলিং করতে পারলেন না মিচেল স্টার্ক (Mitchell Starc)। শেষ ওভারে জোড়া উইকেট মিলিয়ে ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। ৪ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন বিপ্রজ নিগম (Vipraj Nigam)। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর। ৩ ওভারে ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন দুষ্মন্ত্য চামিরা (Dushmantha Chameera)।
আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয়বার কোনও ম্যাচের দলের একজন ব্যাটারও অর্ধশতরান না করা সত্ত্বেও ২০০-এর বেশি রান করল কেকেআর। এর আগে ২০১৯ সালে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে ২০৬ রানের টার্গেট তাড়া করে জয় পায় কেকেআর। সেই ইনিংসে ১৩ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন রাসেল। যা ইনিংসে সর্বাধিক রান ছিল।
কেকেআর-এর ইনিংস শেষ হওয়ার পর রঘুবংশী বলেছেন, ‘আমরা যে স্কোর করেছি, তা হয়তো জয়ের জন্য যথেষ্ট। আমাদের খুব ভালো বোলিং করতে হবে। আমাদের বোলাররা সত্যিই ভালো। আমরা ওদের পাশে আছি। উইকেটে বল খুব বেশি থমকে যাচ্ছে না। এই কারণেই আমরা অতিরিক্ত স্পিনার নিয়ে খেলছি। আশা করি স্পিনাররা এই উইকেট থেকে সাহায্য পাবে। আমাদের দুই স্পিনার সেরা। আশা করি এর ফলে অনুকূলও চার ওভার বোলিং করার মতো আত্মবিশ্বাস পাবে। আমি কেরিয়ারে কোনওদিন চার নম্বরে ব্যাটিং করিনি। তবে এই ইনিংসে ব্যাটিং করে মজা পেলাম। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করছি। আমি যে জোড়া ওভার-বাউন্ডারি মেরেছি, তা নেহাতই আমার স্বভাব বশে। আমি ভালো মনোভাব নিয়ে ক্রিজে গিয়েছিলাম। তার ফলে ভালো ইনিংস খেলতে পারলাম। কোনও পরিকল্পনা করে ক্রিজে যাইনি।’
অরুণ জেটলি স্টেডিয়ামের বাউন্ডারি ছোট। ফলে এখানে ২০৫ রানের টার্গেট খুব বড় নয়। তাছাড়া দিল্লির ব্যাটাররা ভালো ফর্মে। ফলে ম্যাচ জিততে হলে কেকেআর-এর বোলারদের অসাধারণ পারফরম্যান্স দেখাতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।