Team India: গৌতম গম্ভীরই ভারতের পরবর্তী কোচ হচ্ছেন? কী জানালেন জয় শাহ?

Published : Jul 01, 2024, 12:10 PM ISTUpdated : Jul 01, 2024, 12:33 PM IST
gambhir-kohli

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপ পর্যন্ত রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি ছিল বিসিসিআই-এর। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। পরবর্তী প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গৌতম গম্ভীর।

রাহুল দ্রাবিড় সরে যাওয়ার পর ভারতীয় দলের নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ভারতীয় দলের নতুন কোচ হওয়ার জন্য যাঁরা আবেদন জানিয়েছিলেন, তাঁদের মধ্যে থেকে দু'জনের নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে থেকেই কোনও একজনকে কোচ হিসেবে নিয়োগ করা হবে। জয় শাহ জানিয়েছেন, 'খুব তাড়াতাড়ি নতুন কোচ ও নির্বাচক নিয়োগ করা হবে। ক্রিকেট পরামর্শদাতা কমিটি কোচ হওয়ার জন্য আবেদন করা ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছে। দু'টি নাম চূড়ান্ত করা হয়েছে। মুম্বইয়ে পৌঁছনোর পর আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। জিম্বাবোয়ে সফরে প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দায়িত্ব নেবেন নতুন কোচ।'

গৌতম গম্ভীরই ভারতের নতুন কোচ?

বিসিসিআই সূত্রে খবর, গৌতম গম্ভীর, ডব্লু ভি রমন ও একজন বিদেশি কোচকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। তবে বিদেশি কোচ নিয়োগের পক্ষে নয় বিসিসিআই। ফলে নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গম্ভীর। তিনিই হয়তো শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে দায়িত্ব নেবেন।

অদূর ভবিষ্যতেই নতুন চেহারার ভারতীয় দল?

এবারের টি-২০ বিশ্বকাপ ফাইনালের পরেই এই ফর্ম্যাট থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা। এবার নতুন প্রধান কোচ দায়িত্ব নিচ্ছেন। ফলে ভারতীয় দলে অনেক বদল আসতে চলেছে। বিশেষ করে টি-২০ ফর্ম্যাটে নতুন চেহারার ভারতীয় দলকে দেখা যাবে। তবে ওডিআই, টেস্টে সিনিয়র ক্রিকেটাররা খেলা চালিয়ে যাবেন। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিরাট, রোহিতরা খেলবেন বলে জানিয়েছেন বিসিসিআই সচিব। তাঁর বার্তা, ‘দল যেভাবে এগিয়ে চলেছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাই আমাদের লক্ষ্য। এই প্রতিযোগিতাগুলিতে একই দল খেলবে। সিনিয়র ক্রিকেটাররা খেলবেন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

T20 World Cup: টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ বাছল আইসিসি, কতজন ভারতীয় জায়গা পেলেন?

Virat Kohli: 'এর চেয়ে ভালো দিনের কথা স্বপ্নেও ভাবতে পারিনি,' সোশ্যাল মিডিয়া পোস্টে মন জয় বিরাটের

T20 World Cup: হারিকেনের দাপটে বার্বাডোজেই আটকে, কবে দেশে ফিরবেন রোহিতরা?

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?