IPL 2025: ইনজামাম-উল-হকের হুঙ্কার, আইপিএল বন্ধ করে দিতে বাধ্য হবে বিসিসিআই?

Pakistan Cricket: এবার আইপিএল ও পিএসএল একসঙ্গে হতে চলেছে। ফলে পিএসএল-এর সবদিক থেকেই ক্ষতি হতে চলেছে। এই কারণেই হয়তো বিসিসিআই-কে আক্রমণ করছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক।

IPL 2025: ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) খেলতে পাকিস্তানে না যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। পাকিস্তানের ন্যাশনাল টি-২০ কাপে (National T20 Cup) ম্যাচ ফি ভারতীয় মুদ্রায় মাত্র ৩,০০০ টাকায় নামিয়ে আনতে বাধ্য হয়েছে পিসিবি। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার ক্ষুব্ধ। পাকিস্তানের ক্রিকেট মহল বলছে, নিজেদের দেশে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে গিয়ে দেউলিয়া হয়ে গিয়েছে পিসিবি। সম্ভবত সেই রাগেই এবার বিসিসিআই ও আইপিএল-কে তোপ দাগছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক। তাঁর রাগের কারণ আছে। এবার আইপিএল (IPL 2025) চলাকালীন হতে চলেছে পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League)। ফলে কোনও দেশের প্রথমসারির ক্রিকেটারই আইপিএল ছেড়ে পিএসএল-এ নাম লেখাননি। এই পরিস্থিতিতে সম্প্রচার, স্পনসরশিপ-সহ সবদিক থেকেই ক্ষতির মুখে পড়তে চলেছে পিএসএল। এই রাগেই বিসিসিআই-কে আক্রমণ করছেন ইনজামাম।

আইপিএল বয়কটের ডাক ইনজামামের

Latest Videos

বিসিসিআই-কে আক্রমণ করে ইনজামাম বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির কথা ছাড়ুন, আইপিএল-এর দিকে দেখুন। সারা বিশ্বের সেরা খেলোয়াড়রা আইপিএল-এ যোগ দেন। কিন্তু ভারতীয় খেলোয়াড়রা অন্য লিগে খেলতে যায় না। এই কারণে সব বোর্ডের আইপিএল-এ তাদের খেলোয়াড় পাঠানো বন্ধ করে দেওয়া উচিত। তোমরা যদি কোনও লিগের জন্যই খেলোয়াড়দের না ছাড়ো, তাহলে অন্য বোর্ডগুলিরও একই অবস্থা নেওয়া উচিত কি না?’

ইনজামামের কথা মেনে আইপিএল বয়কট করবে সব বোর্ড?

একমাত্র পাকিস্তানের ক্রিকেটারদেরই আইপিএল-এ খেলার সুযোগ দেওয়া হয় না। বাকি সব দেশের ক্রিকেটাররাই আইপিএল-এর নিলামে যোগ দিতে পারেন। তাঁরা বিপুল অর্থ রোজগার করেন। পাকিস্তানের ক্রিকেটারদের সেই সুযোগ নেই। পিএসএল আর্থিকভাবে শক্তিশালী নয়। নিজেরা ক্রমশঃ পিছিয়ে পড়ায় এবার বিসিসিআই ও আইপিএল-এর ক্ষতি কামনা করছেন ইনজামাম। কিন্তু তাতে লাভ হবে না। কারণ, কোনও ক্রিকেটারই আর্থিক ক্ষতি স্বীকার করে আইপিএল বয়কট করার পথে হাঁটবেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Protest : হোলির সন্ধ্যায় হামলার প্রতিবাদে উত্তাল তমলুক, পথে শুভেন্দু | Holi 2025
শোকজ হওয়ার পরও কী শুভেন্দুকে ঠুসে দিতে চান? দেখুন কী বলছেন হুমায়ুন কবির
Nadia News: মেয়েকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে এই পরিণতি করল বাবা! আতঙ্কে Nadia-র ধুবুলিয়া এলাকা
‘West Bengal-এ রাজনীতির নামে কলুষতা করা হচ্ছে!’ TMC-BJP-কে একহাত নিলেন Sujan Chakraborty
Amritsar Latest Update : প্রমাণ CCTV-তে, অমৃতসরের মন্দিরে মধ্যরাতে হামলা, তদন্তে পুলিশ