IPL 2025: আইপিএল শুরু হতে না হতেই দেশে ফিরলেন কাগিসো রাবাডা, বিপাকে গুজরাট টাইটানস

সংক্ষিপ্ত

Gujarat Titans: বুধবার আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে জয় পেয়েছে গুজরাট টাইটানস (Gujarat Titans)। তবে এরই মধ্যে সমস্যা তৈরি হল।

Kagiso Rabada Leaves Gujarat Titans: চলতি আইপিএল (IPL 2025) সবে শুরু হয়েছে। এরই মধ্যে নিজের দেশে দক্ষিণ আফ্রিকতায় ফিরে গেলেন গুজরাট টাইটানসের (Gujarat Titans) পেসার কাগিসো রাবাডা (Kagiso Rabada)। তিনি বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে ম্যাচের আগেি গুজরাট টাইটানস শিবির ছাড়েন বলে জানা গিয়েছে। তবে এই পেসার ঠিক কী কারণে দেশে ফিরে গিয়েছেন, তিনি চলতি আইপিএল চলাকালীন ভারতে ফিরে ফের গুজরাট টাইটানস দলে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বৃহস্পতিবার রাবাডার দেশে ফেরা নিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে গুজরাট টাইটানস। এই বিবৃতিতে জানানো হয়েছে, ‘কিছু ব্যক্তিগত কারণে চলতি আইপিএল থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন গুজরাট টাইটানসের পেসার কাগিসো রাবাডা। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের এই পেসার আইপিএল ২০২৫-এর প্রথম দুই ম্যাচে গুজরাট টাইটানস দলে ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সমস্যা মেটানোর জন্য দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন কাগিসো রাবাডা।’

ধাক্কা খেল গুজরাট টাইটানস

Latest Videos

এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে খেলেন রাবাডা। এই দুই ম্যাচে তিনি যথাক্রমে ৪১ রান দিয়ে একটি এবং ৪২ রান দিয়ে একটি করে উইকেট নেন। স্বদেশীয় জেরাল্ড কোটজি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং অভিজ্ঞ ইশান্ত শর্মার সঙ্গে গুজরাট টাইটানস দলের হয়ে একটি দুর্দান্ত পেস আক্রমণ তৈরি করেছিলেন রাবাডা। এই পেসার ২২২ টি টি-টোয়েন্টি ম্যাচে ২৩.৩৩ গড়ে ২৭৮ উইকেট নিয়েছেন। যেখানে তাঁর সেরা বোলিং ৪/২১ এবং ইকনমি রেট ৮.০২। ২৪১টি আন্তর্জাতিক ম্যাচে ৫৬৬ উইকেট নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে সব ফর্ম্যাটে অভিজ্ঞ খেলোয়াড়। ফলে রাবাডার অভিজ্ঞতা ও দক্ষতার অভাব অনুভব করবে গুজরাট টাইটানস।

আরসিবি-কে হারিয়ে উজ্জীবিত গুজরাট টাইটানস

বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে গুজরাট টাইটানস। মহম্মদ সিরাজ (১৯ রানে ৩ উইকেট) এবং সাই কিশোর (২২ রানে ২ উইকেট) ছিলেন সেরা বোলার। লিয়াম লিভিংস্টোন (৫৪), জিতেশ শর্মা (৩৩) এবং টিম ডেভিড (৩২) এর অবদানে ভর করে আরসিবি ৪২/৪ থেকে ১৬৯/৮ রান করে। সাই সুদর্শন (৪৯), জস বাটলার (৭৩*) এবং শেরফেন রাদারফোর্ড (৩০*) বিস্ফোরক ইনিংস খেলেন, যার ফলে গুজরাট টাইটানস আট উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয়। তিন ম্যাচে দু'টি জয় নিয়ে গুজরাট টাইটানস এখন পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

SSC Scam News: এসএসসি অফিসে তালা, আগুন জ্বালিয়ে উত্তাল চাকরিহারাদের আন্দোলন! চাঞ্চল্য গোটা এলাকায়
Suvendu Adhikari: ‘ছিঃ শিক্ষকদের লাথি মারছে মমতার পুলিশ’ কসবার লাঠিচার্জে মমতাকে একহাত শুভেন্দুর