Shubman Gill: আইপিএল-এ নতুন রেকর্ড, আমেদাবাদে ইতিহাস শুবমান গিলের
Shubman Gill: শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে গুজরাট টাইটানসের ম্যাচ ছিল। এই ম্যাচে আইপিএল-এর ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন শুবমান গিল।
আইপিএল-এ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নতুন রেকর্ড গড়লেন তারকা ব্যাটার শুবমান গিল
Shubman Gill : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচে গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল ইতিহাস তৈরি করেছেন। এই স্টাইলিশ ডানহাতি ব্যাটার আইপিএল-এ আরও একটি অসাধারণ মাইলফলক ছুঁয়েছেন। তিনি এই মাঠে ১,০০০ রান করা প্রথম খেলোয়াড় হয়েছেন। এই কৃতিত্ব অর্জন করার জন্য শুবমানের মাত্র ১৪ রান দরকার ছিল। এই ইনিংসে তিনি ৩৮ রান করে এই কৃতিত্ব অর্জন করেন।
25
শুক্রবার সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে গুজরাট টাইটানসের ইনিংসের শুরুটা দারুণভাবে করেন শুবমান গিল
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুবমান গিলের রেকর্ড অসাধারণ। এই স্টেডিয়ামে ২০ ইনিংসে তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করে নিজের ব্যাটিংয়ের ক্ষমতা দেখিয়েছেন শুবমান। এই ম্যাচে শুবমান ও সাই সুদর্শন গুজরাট টাইটানসের ইনিংসের শুরুটা দারুণভাবে করেন। পাওয়ার প্লে-তে স্কোর ৬৬-তে পৌঁছে যায়।
35
দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে আইপিএল-এ একই স্টেডিয়ামে ১০০০ রান শুবমান গিলের
এই ম্যাচে শুবমান গিল একই ভেন্যুতে ১,০০০ রান পূর্ণ করার পাশাপাশি দ্রুততম এই কৃতিত্ব অর্জন করা দ্বিতীয় ব্যাটারও হয়েছেন। মাত্র ২০ ইনিংসে শুবমান একই ভেন্যুতে ১০০০ রান পূর্ণ করেছেন। এর আগে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৯ ইনিংসে ক্রিস গেইল ১০০০ রান করে শীর্ষে ছিলেন। এছাড়াও, এই তালিকায় থাকা ডেভিড ওয়ার্নার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২২ ইনিংসে ১০০০ রানের এই মাইলফলক ছুঁয়ে তৃতীয় স্থানে রয়েছেন। মোহালিতে ২৬ ইনিংসে শন মার্শ ১০০০ রান করে এর পরের স্থানে রয়েছেন।