IPL 2025: কোন কোন তারকারা যে কোনও মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের রঙ? দেখে নিন একঝলকে

Published : May 23, 2025, 06:54 PM ISTUpdated : May 26, 2025, 02:03 PM IST
ipl 2025

সংক্ষিপ্ত

IPL 2025:পাকিস্তানের সঙ্গে উত্তেজনার জেরে পরবর্তীতে, আইপিএল-এর ম্যাচগুলি ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয়। 

স্যার ভিভিয়ান রিচার্ডসের কলমে: IPL 2025 প্লে-অফ যত এগিয়ে আসছে, তত‌ই যেন IPL-কে ঘিরে উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যেই গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসে মধ্যে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে।

Parimatch Sports Analyst Sir Vivian Richards-এর মতে প্লে-অফে কোন পাঁচ তারকা পার্থক্য গড়ে দিতে পারেন?

১. যশপ্রীত বুমরা (মুম্বই ইন্ডিয়ান্স)

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স এই IPL-এর শুরুর ৪টি ম্যাচের মধ্যে ৩টিতে পরাজিত হয়েছিল। ডেথ বোলিংয়ে বুমরার অভাব MI-এর কেউই পূরণ করতে পারেনি। বুমরাবিহীন তাদের বোলিংকে পুরো ছন্নছাড়া দেখাচ্ছিল। কিন্তু বুমরার প্রত্যাবর্তনের পর মুম্বই-এর ফ্র্যাঞ্চাইজিটি টানা ৬টি ম্যাচ জিতে IPL জয়ের দৌড়ে ফিরে আসে। তবে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে অল্পের জন্য হেরে যায়। যদিও ঐ ম্যাচেও বুমরা MI-এর প্রত্যাবর্তন ঘটিয়েছিল, কিন্তু চতুর্থ পেসারের অভাবে আবারও হারের মুখ দেখতে হয় মাহেলা জয়বর্ধনের প্রশিক্ষণাধীন দলটিকে। চলতি মরশুমে এখনও পর্যন্ত ৮টি ইনিংসে বল করে ১৩টি উইকেট নিয়েছেন বুমরা এবং তাঁর ইকোনমি রেট ৬.৬৮। যা রীতিমতো অবিশ্বাস্য! ভারতীয় দলের বর্তমান টেস্ট অধিনায়ক দলের জন্য সবসময় কঠিন ওভারগুলোতেই তিনি বল করতে যান। তারপরও এই ইকোনোমি রেট রীতিমত ঈর্ষণীয়।

২. ক্রুনাল পান্ডিয়া (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

ক্রুনাল পান্ডিয়া 2025 IPL-এর রয়্যাল চ্যালেঞ্জার্সের ভাগ্য বদলে দিয়েছেন। জেড্ডায় IPL-এর মেগা নিলামে যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫.৭৫ কোটি টাকা দিয়ে ক্রুনাল পান্ডিয়াকে কিনেছিল তখন অনেকেই ভুরু কুঁচকেছিলেন। কারণ ওয়াশিংটন সুন্দর ও উইল জ্যাকসের মত স্পিন অলরাউন্ডাররা এর চেয়ে অনেক কম দামে বিক্রি হয়েছিলেন। এই মরশুমের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ক্রুনালের বোলিং পারফর্মেন্স ছিল ৩/২৯। অপরদিকে প্রাক্তন দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটিং সহায়ক উইকেটে ৪৫ রান দিয়ে ক্রুনাল ৪ উইকেট নিয়ে সমালোচকদের চুপ করিয়ে দেন।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় জয়ে ক্রুনাল যথেষ্ট ভালো বোলিং করার পর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের‌ই ঘরের মাঠে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন এবং সবাইকে রীতিমতো চমকে দেন। মুল্লানপুরে, শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বেঙ্গালুরুর হারের প্রতিশোধ নেওয়ার লড়াইয়ে ক্রুনালের এই অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রয়্যালসের বিরুদ্ধে তিনি ৩১ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। এদিকে এই আইপিএলে ব্যাট হাতে রাজধানীর বুকে দিল্লী ক্যাপিটালসের ঘরের মাঠে ক্রুনাল ৪৭ বলে ৭৩ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় নিশ্চিত করেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স এখন টিম ডেভিড ও রোমারিও শেফার্ডের মত দুজন বিদেশিকে ফিনিশারের ভূমিকায় খেলাচ্ছে। তাই ইডেন গার্ডেন্সে আয়োজিত প্লে-অফে ক্রুনাল বেঙ্গালুরুর প্রধান স্পিনারের ভূমিকায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। এমনিতেই ইডেনের পিচ ধীরগতির হওয়ায় তা স্পিনারদের যথেষ্ট সাহায্য করে।

৩. কে এল রাহুল (দিল্লী ক্যাপিটালস)

দিল্লী ক্যাপিটালসে যোগদানের পর কে এল রাহুল যেন নতুন জীবন পেয়েছেন। এই উইকেট কিপার-ব্যাটারের শান্ত স্বভাব এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যেকোন‌ও ব্যাটিং অর্ডারে খেলার ক্ষমতা সবাইকে মুগ্ধ করেছে। যদিও DC শেষ কয়েকটা ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে, এর প্রধান কারণ হতে পারে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার রাহুলের হঠাৎ ফর্ম হারানো। শেষ তিন ইনিংসে রাহুল 58 রান করেছেন। অথচ এর আগের ৮ ইনিংসে দারুণ স্ট্রাইক রেটে ৩২৪ রান করেন । নিজের ঘরের মাঠে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর বিরুদ্ধে ক্যাপিটালসের হয়ে রাহুল এবারের সেরা ইনিংসটি খেলেন। ওই ম্যাচে তিনি ব্যাটিং সহায়ক নয় এমন উইকেটে ৫৩ বলে ৯৩ রান করেছিলেন, যেখানে ফ্যাফ ডু প্লেসিস, বিরাট কোহলি, রজত পাতিদারের মত ব্যাটাররা রান করতে যথেষ্ট হিমশিম খান।

রাহুল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। ওই ম্যাচে তিনি ওপেন করে 51 বলে 77 রান করেন। দিল্লি ক্যাপিটালসের আশা মরসুমের বাকি ম্যাচগুলোয় রাহুল আবার তাঁর সেরা ফর্মে ফিরবেন।

৪. আর্শদীপ সিং (পাঞ্জাব কিংস)

পাঞ্জাব কিংসের হয়ে অভিষেকের পর থেকেই গত কয়েক মরসুম ধরে এই জাঁকজমক লিগের অন্যতম ধারাবাহিক জোরে বোলার হয়ে উঠেছেন অার্শদীপ সিং। এই বাঁহাতি পেসার নতুন বলে উভয় দিকেই সুইং করান এবং তার সঙ্গে চমৎকার ইয়র্কার, কাটার ও স্লোয়ার ডেলিভারির সাহায্যে ডেথ ওভারে একজন অত্যন্ত কার্যকরী বোলার হয়ে উঠেছেন। লকি ফার্গুসন ছিটকে যাওয়ার পর আর্শদীপ সিং এবং মার্কো জানসেন পাওয়ারপ্লে ও ডেথ ওভারগুলোতে পাঞ্জাবের বোলিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। আজমতুল্লাহ ওমরজাই তাঁদের যথাসাধ্য সাহায্য করছেন। হায়দ্রাবাদের ব্যাটিং সহায়ক পিচে এবারের IPL-এর কোয়ালিফায়ার-১ এবং এলিমিনেটর ম্যাচ হবে। ফলে অর্শদীপের মত উইকেট নেওয়া বোলার এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন।

চলতি IPL-এ অর্শদীপ এখনও পর্যন্ত ১০টি ইনিংসে বল করে ১৬ উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৮। যা যথেষ্ট ভালো। কারণ ভারতীয় জাতীয় দলের এই বোলার সবসময় পাওয়ার-প্লে ও ডেথ ওভারগুলিতেও বল করছেন, যেখানে ব্যাটারের বিধংসী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

৫. কাগিসো রাবাডা (গুজরাত টাইটান্স)

2025 IPL-এ তাৎক্ষণিক প্রভাব দেখাতে চাইবেন কাগিসো রাবাডা। গত কয়েক সপ্তাহ ধরে গুজরাট টাইটান্সের বোলিং ইউনিট আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও একটি নাম যেন সে সবকিছু থেকে অনেকটাই দূরে ছিল। প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা এবার টাইটান্সের হয়ে প্রথমদিকের কয়েকটা ম্যাচ খেলার পর দেশে ফিরে যান এবং সেখানে বিনোদনমূলক মাদক সেবনের ঘটনায় জড়িয়ে গিয়ে এক মাসের অস্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়েন। এরপর প্রোটোকল মেনে নিজের দেশেই রাবাডা মাদকাসক্তি প্রতিরোধমূলক চিকিৎসার মধ্য দিয়ে গিয়ে তারপর ফিরে আসেন। আবার গুজরাট দলে যোগ দিয়েছেন। যদিও জেরাল্ড কোয়েটজি ধীরে ধীরে গুজরাটের প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন। এই পরিস্থিতিতে আশিস নেহেরারা রাবাডাকে ম্যাচ ফিট মনে করলে তবেই খেলাবেন। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার‌ তরুণ ক্রিকেটার কোয়েটজিকে তাঁর স্বদেশী সতীর্থের জন্য দলে জায়গা ছেড়ে দিতে হতে পারে।

বড় মঞ্চে পারফর্ম করে এখন রাবাডাকেই গোটা বিশ্বের সামনে প্রমাণ করতে হবে কেন গুজরাত টাইটান্স নিলামে তাঁর জন্য ১০.৭৫ কোটি টাকা খরচ করেছিল। পাশাপাশি গুজরাত প্লে-অফে উঠলে দ্বিতীয় IPL ট্রফি জেতার ক্ষেত্রে রাবাডা তাদের অন্যতম বাজি হয়ে উঠতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম