Virat Kohli-Ram Charan Selfie: তারকা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে অভিনেতা রাম চরণের একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই দুই তারকা কবে, কোথায় এবং কীভাবে দেখা করেছেন তা নিয়ে জল্পনা চলছে। এই ছবিটি আসল না নকল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অনেক ক্রিকেটারের সঙ্গেই অভিনেতা রাম চরণের বন্ধুত্ব আছে, বিরাট কোহলিও এই তালিকায় আছেন
বিরাট কোহলি ক্রিকেট জগতের তারকা আর রাম চরণ অভিনয় জগতের। দু'জনেরই তারকাখ্যাতি অসাধারণ। অনেক তারকা ক্রিকেটারেরই প্রিয় নায়ক থাকেন, আবার অনেক নায়কেরও প্রিয় ক্রিকেটার থাকেন। রাম চরণ ক্রিকেট ভীষণ পছন্দ করেন এবং অনেক ক্রিকেটারের সঙ্গেই তাঁর বন্ধুত্ব রয়েছে।
24
সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রাম চরণের বন্ধুত্ব সর্বজনবিদিত
রাম চরণ অনেক ক্রিকেটারের সঙ্গে কাজও করেছেন। চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন। এমনকী ধোনিকে নিজের বাড়িতেও আমন্ত্রণ জানিয়েছেন। একবার হায়দরাবাদে ম্যাচ চলাকালীন অনেক ক্রিকেটার এই মেগাস্টারের বাড়িতেও গিয়েছিলেন। রাম চরণ এবং ধোনির একটি ছবি সেই সময় ভাইরাল হয়।
34
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট কোহলি ও রাম চরণের সেলফি, অনুরাগীরা খুব খুশি
রাম চরণ এবং বিরাট কোহলির সেলফি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কিন্তু কখন, কোথায় এই ছবি তোলা হয়েছে তা কেউ জানেন না। বিরাটের অনুরাগীরা এই ছবি দেখে খুব খুশি। অনেকে আশা করছেন তাঁরা একসঙ্গে কোনও বিজ্ঞাপনে কাজ করবেন।
বিরাট কোহলি ও রাম চরণের কি সত্যিই দেখা হয়েছিল? অনেকে এ বিষয়ে সন্দিহান
অনেকে বলছেন, বিরাট কোহলি ও রাম চরণের ছবিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি। আইপিএল চলাকালীন হয়তো তাঁরা দেখা করেছেন বলেও শোনা যাচ্ছে। যদি তাই হয়, তাহলে সরকারিভাবে জানানো হত। রাম চরণ এখন 'পেড্ডি' ছবিতে অভিনয় করছেন, যেটি ক্রিকেটের উপর ভিত্তি করে নির্মিত। ছবির প্রথম ঝলকেও তাঁকে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে।