সংক্ষিপ্ত

Virat Kohli: চলতি আইপিএল-এ (IPL 2025) ভালো ফর্মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli)। রবিবারও অর্ধশতরান করে দলকে জেতালেন এই তারকা।

IPL 2025 Rajasthan Royals vs Royal Challengers Bengaluru: ঘরের মাঠ জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium) আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) সামনে দাঁড়াতেই পারল না রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সহজেই ৯ উইকেটে জয় পেল আরসিবি। দুর্দান্ত ব্যাটিং করলেন বিরাট কোহলি (Virat Kohli), ফিলিপ সল্ট (Philip Salt)। দেবদত্ত পাড়িক্কলও (Devdutt Padikkal) ভালো ব্যাটিং করেন। রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সোয়ালও (Yashasvi Jaiswal) দুর্দান্ত ব্যাটিং করেন। রিয়ান পরাগ (Riyan Parag), ধ্রুব জুরেলও (Dhruv Jurel) লড়াই করেন। কিন্তু তা যথেষ্ট ছিল না। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৭৩ রান করে রাজস্থান। ১৭.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নিল আরসিবি।

বিরাটের অপরাজিত অর্ধশতরান

টি-২০ ফর্ম্যাটে ১৭৪ রানের টার্গেট একেবারে কম নয়। কিন্তু বিরাট ও সল্ট যেভাবে ব্যাটিং করলেন, তাতে এই টার্গেট একদম সহজ মনে হল। ৩৩ বলে ৬৫ রান করেন সল্ট। তিনি পাঁচটি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি মারেন। ৪৫ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন বিরাট। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও দু'টি ওভার-বাউন্ডারি। ২৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন দেবদত্ত। তিনি পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। রাজস্থানের কোনও বোলারই তাঁদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

বিফলে যশস্বীর লড়াই

এই ম্যাচে সর্বাধিক রান করেন যশস্বী। ৪৭ বলে ৭৫ রান করেন রাজস্থানের ওপেনার। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। ২২ বলে ৩০ রান করেন পরাগ। ২৩ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন জুরেল। রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) করেন ১৫ রান। এই ম্যাচে কোনও বোলারই উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেননি। ব্যাটারদের লড়াই দেখা গেল। এই লড়াইয়ে তিন ব্যাটারের দাপটে জয় পেয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এল আরসিবি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।