'৫৫ লক্ষ অনেক টাকা,' কলকাতা নাইট রাইডার্সের পারিশ্রমিক নিয়ে সোজাসাপটা জবাব রিঙ্কুর

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুবাদেই অর্থ, খ্যাতি পেয়েছেন রিঙ্কু সিং। জাতীয় দলের হয়েও খেলার সুযোগ পেয়েছেন এই বাঁ হাতি ব্যাটার। ভবিষ্যতেও কেকেআর-এর হয়েই খেলতে চান রিঙ্কু।

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স ছেড়ে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলে কয়েক কোটি টাকা পেতে পারেন। কিন্তু তা সত্ত্বেও কম অর্থেই কেকেআর-এর হয়ে খেলতে চাইছেন রিঙ্কু সিং। ২০২৫ সালের আইপিএল-এর নিলামের আগে যদি কেকেআর তাঁকে দলে ধরে রাখে, তাহলে খুশিই হবেন রিঙ্কু। এই ব্যাটার আর্থিক চুক্তি প্রসঙ্গে বলেছেন, 'আমি কেকেআর-এ খেলার সুবাদে ৫৫ লক্ষ টাকা পেয়েই খুশি। এটা আমার কাছে অনেক টাকা। আমি যখন ছোট ছিলাম, তখন ৫-১০ টাকা পেলেই মনে হত, আমি সৌভাগ্যবান।' সাধারণ পরিবারের সন্তান রিঙ্কু। আইপিএল-এ খেলার সুযোগ পাওয়ার পর তাঁদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। তবে মাটিতে পা রেখেই চলতে চাইছেন রিঙ্কু। তিনি যশ-খ্যাতি পেয়ে পুরনো দিনের কথা ভুলে যাননি। তাঁর জীবন বদলে দেওয়ার জন্য কেকেআর-এর কাছে কৃতজ্ঞ রিঙ্কু। এই কারণে তিনি বেশি অর্থ পাওয়ার জন্য অন্য ফ্র্যাঞ্চাইজিতে যেতে চান না।

কেকেআর-এর ফিনিশার রিঙ্কু

Latest Videos

আইপিএল-এর গত দুই মরসুমে কেকেআর-এর হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রিঙ্কু। ফিনিশারের ভূমিকা পালন করছেন এই ব্যাটার। ভারতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন রিঙ্কু। তিনি অবশ্য টি-২০ বিশ্বকাপে ভারতের মূল দলে সুযোগ পাননি। স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন রিঙ্কু। ভবিষ্যতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়াই এই ব্যাটারের লক্ষ্য।

মূল্যবোধই রিঙ্কুর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ

নিম্নবিত্ত পরিবারের সন্তান হওয়ায় রিঙ্কুর কাছে আত্মসম্মান, মূল্যবোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেটার হিসেবে খ্যাতি পাওয়ার পরেও পরিবারের কথা ভুলে যাননি রিঙ্কু। তিনি ভবিষ্যতেও এভাবেই চলতে চান। আইপিএল-এর মতোই আন্তর্জাতিক ক্রিকেটেও অসাধারণ পারফরম্যান্স দেখানোই রিঙ্কুর লক্ষ্য। একইসঙ্গে তিনি অতীত মনে রাখতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দলীপ ট্রফিতে অসাধারণ ব্যাটিং, টেস্ট সিরিজের আগে ছন্দে অক্ষর প্যাটেল

মুশির খানের অপরাজিত শতরান, দলীপ ট্রফির প্রথম দিনের শেষে লড়াইয়ে ইন্ডিয়া বি

২৫ বলে ৮০! টি-২০ ফর্ম্যাটে নতুন পাওয়ার প্লে-তে নতুন নজির ট্রেভিস হেড

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও