KKR Vs RR: ইডেনে রাসেল-ঝড়, রাজস্থানের বিরুদ্ধে ২০০ পেরিয়ে গেল কেকেআর

Published : May 04, 2025, 05:23 PM ISTUpdated : May 04, 2025, 06:35 PM IST
Andre Russell

সংক্ষিপ্ত

IPL 2025 KKR vs RR: এবারের আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)? রবিবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচের ফলের উপর অনেককিছু নির্ভর করছে।

IPL 2025 Kolkata Knight Riders vs Rajasthan Royals: ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২০৬ রান করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। অপরাজিত অর্ধশতরান করলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। কেকেআর-এর ক্যারিবিয়ান তারকা রাসেল যেদিন বিধ্বংসী মেজাজে থাকেন, সেদিন বিপক্ষের বোলারদের অবস্থা অসহায় হয়ে যায়। রবিবার রাজস্থান রয়্যালসের বোলারদের সেই অবস্থাই হল। ২৫ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন রাসেল। তিনি ৪টি বাউন্ডারি এবং ৬টি ওভার-বাউন্ডারি মারেন। ৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং (Rinku Singh)। রাজস্থানের পক্ষে ২০৭ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া অত্যন্ত কঠিন। ফলে পয়েন্ট তালিকায় উপরের দিকে যেতে পারে কেকেআর।

দলগত পারফরম্যান্সে বড় রান কেকেআর-এর

এদিন দ্বিতীয় ওভারেই ওপেনার সুনীল নারিনের (Sunil Narine) উইকেট হারায় কেকেআর। এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ৯ বলে ১১ রান করেন। তবে অপর ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) ভালো ব্যাটিং করেন। আফগানিস্তানের এই তারকা ২৫ বলে ৩৫ রান করেন। অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ২৪ বলে ৩০ রান করেন। ৩১ বলে ৪৪ রান করেন অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। নারিন আউট হয়ে যাওয়ার পর কয়েকটি ভালো পার্টনারশিপ হওয়ার জন্যই বড় স্কোর করতে পারল কেকেআর

আকাশ মাধোয়ালের অসহায় অবস্থা

রাজস্থান রয়্যালসের বোলারদের মধ্য সবচেয়ে খারাপ পারফরম্যান্স আকাশ মাধোয়ালের (Akash Madhwal)। ৩ ওভার বোলিং করে ৫০ রান দিলেন এই পেসার। ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন জোফ্রা আর্চার (Jofra Archer)। ২ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন যুধবীর সিং (Yudhvir Singh)। ৪ ওভার বোলিং করে ৪১ রান দিয়ে ১ উইকেট নেন মাহিশ থিকসানা (Maheesh Theekshana)। ৪ ওভার বোলিং করে ৩৫ রান দেন ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। ৩ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ১ উইকেট নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)।

ইডেন মাতিয়ে দিলেন রাসেল

কয়েকদিন আগেই ৩৭ বছর পূর্ণ করেছেন। এরপরেই ইডেনে অসাধারণ ইনিংস খেললেন। এই ইনিংসের পর রাসেল বলেছেন, ‘আমার কাছে বয়স শুধু সংখ্যা। এখনও আমার বয়স ৩৭ বছর বলে মনে হচ্ছে। আজ যে পারফরম্যান্স দেখালাম, তাতে আমি খুশি। আমরা আজ যদি বুদ্ধি করে বোলিং করতে পারি এবং পরিকল্পনা কাজে লাগাতে পারি, তাহলেই জয় পেয়ে যাব। আমি যখন স্কোরবোর্ডের দিকে তাকিয়েছিলাম, তখন ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তখন ৮ বল খেলে ২ রান করেছিলাম। তবে আমি ডট বল খেললে কখনও উদ্বিগ্ন হয়ে উঠি না। উইকেটে বল পড়ে থমকে যাচ্ছিল। আমি শুরুতে থিকসানার বোলিংয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইনি। তবে ও যখন ফের বোলিং করতে আসে, তখন আমি ওকে আক্রমণ করি। স্পিনাররা বোলিং করছিল। আমি স্পিনারদের বলে যত বেশি সম্ভব বাউন্ডারি-ওভার-বাউন্ডারি মারার চেষ্টা করছিলাম। আমি স্পিনারদের বল ভালো খেলি। ওরা ভালো জায়গায় বল রাখছিল। হাসারঙ্গাও ভালো বোলিং করছিল। এই কারণেই আমি শুরুতে ওদের আক্রমণ করার চেষ্টা করিনি। উইকেট একটু মন্থর ছিল। বল পড়ে থমকে যাচ্ছিল। আমি এই পরিস্থিতিতে ব্যাটিং করতে ভালোবাসি। যত বেশি ওভারে ব্যাটিং করার সুযোগ পাব, ততই প্রভাব ফেলতে পারব।’

লিগ টেবলে ৭ নম্বরে কেকেআর

চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে কেকেআর। ১০ ম্যাচ খেলে ৯ পয়েন্ট পেয়েছেন রাসেলরা। ফলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জেতা জরুরি। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে বাকি ম্যাচগুলিতেও জয় পেতে হবে। সেই লক্ষ্যেই খেলছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে প্লে-অফের যোগ্যতা অর্জন করা কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম