
Glenn Maxwell replaced by Mitchell Owen: চোট পেয়ে চলতি আইপিএল (IPL 2025) থেকে ছিটকে যাওয়া গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ারই অপর এক অলরাউন্ডার মিচেল ওয়েনকে (Mitchell Owen) বেছে নিল পাঞ্জাব কিংস (Punjab Kings)। এখন পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) পেশোয়ার জালমির (Peshawar Zalmi) হয়ে খেলছেন ওয়েন। তিনি পিএসএল-এর মাঝপথে অবশ্য আইপিএল-এ খেলতে আসছেন না। পিএসএল-এ পেশোয়ার জালমির দৌড় শেষ হওয়ার পরেই পাঞ্জাব কিংসে যোগ দেবেন। ৯ মে পিএসএল-এ লিগ পর্যায়ে পেশোয়ার জালমির শেষ ম্যাচে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে (Rawalpindi Cricket Stadium) সেই ম্যাচে লাহোর কালান্দার্সের (Lahore Qalandars) মুখোমুখি হবেন ওয়েনরা। তাঁরা যদি প্লে-অফের যোগ্যতা অর্জন করতে না পারেন, তাহলে রাওয়ালপিন্ডিতে শেষ ম্যাচ খেলার পরেই ভারতে চলে আসবেন ওয়েন।
চলতি পিএসএল-এ ৬ দলের মধ্যে পঞ্চম স্থানে পেশোয়ার জালমি। ৭ ম্যাচ খেলে ওয়েনদের পয়েন্ট ৬। তাঁদের নেট রান রেট -০.৫০৭। পেশোয়ার জালমি প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে। সেক্ষেত্রে ওয়েনকে দলে পাওয়ার জন্য পাঞ্জাব কিংসকে অপেক্ষা করতে হবে। ১৮ মে পিএসএল ফাইনাল। পেশোয়ার জালমি যদি প্লে-অফের যোগ্যতা অর্জন করার পর ফাইনালেও পৌঁছে যায়, তাহলে ওয়েনের ভারতে আসতে দেরি হবে। সেক্ষেত্রে পাঞ্জাব কিংস যদি আইপিএল-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলেই খেলতে পারেন ওয়েন। আইপিএল কর্তৃপক্ষ বা পাঞ্জাব কিংস ওয়েনের ভারতে আসার বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি। তবে পাঞ্জাব কিংস সূত্রে জানা গিয়েছে, ৩ কোটি টাকা দিয়ে ওয়েনকে দলে নেওয়া হয়েছে।
কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনের সময় আঙুলে চোট পান ম্যাক্সওয়েল। তাঁর চোট গুরুতর কি না প্রথমে বোঝা যায়নি। পরে স্ক্যান করে দেখা যায়, এই অলরাউন্ডারের আঙুল ভেঙে গিয়েছে। পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ((Shreyas Iyer) জানিয়েছেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ওর আঙুল ভেঙে গিয়েছে। ওর পরিবর্ত হিসেবে কাকে দলে নেওয়া হবে, সে বিষয়ে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। তবে আমাদের দলের সবার মনোবল তুঙ্গে। আমাদের দলের প্রথম একাদশের বাইরেও যারা আছে, তারা সবাই ভালো ক্রিকেটার। আমাদের দলে এমন অনেক ক্রিকেটার আছে যারা ম্যাচ জেতাতে পারে। ফলে আমরা সবসময় সেই চেষ্টাই করে যাচ্ছি।’ ম্যাক্সওয়েলের সতীর্থ মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) জানিয়েছেন, ‘ম্যাক্সি ভাবতে পারেনি চোট এতটা গুরুতর হয়ে যাবে। কিন্তু শেষপর্যন্ত ঠিক সেটাই হল। ও স্ক্যান করাতে গিয়েছিল। স্ক্যানের ফল একেবারেই ভালো না। ম্যাক্সির পক্ষে এটা দুর্ভাগ্যজনক। আমার মনে হচ্ছে ও এই টুর্নামেন্টে আর খেলতে পারবে না।’
এবারের আইপিএল-এ খুব খারাপ পারফরম্যান্স দেখিয়েছেন ম্যাক্সওয়েল। এই তারকা অলরাউন্ডার ৬ ম্যাচ খেলে মাত্র ৪৮ রান করেন। ব্যাটিংয়ের গড় মাত্র ৮ এবং স্ট্রাইক রেট ৯৭.৯৫। শেষ চার ম্যাচে দুই অঙ্কের রান করতে পারেননি ম্যাক্সওয়েল। তবে তিনি বোলিংয়ে কিছুটা সাফল্য পেয়েছেন। অফ-স্পিন বোলিং করে চার উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে সাফল্য না পাওয়ায় ম্যাক্সওয়েলকে নিয়ে বিরক্ত ছিল পাঞ্জাব কিংস শিবির। এই কারণে তাঁর চোট পেয়ে ছিটকে যাওয়া দলের পক্ষে খারাপ খবর নয়।
এ বছরের জানুয়ারিতে বিগ ব্যাশ লিগ (Big Bash League) ফাইনালে ৩৯ বলে শতরান করেন ওয়েন। যা বিবিএল-এর ইতিহাসে যুগ্ম দ্রুততম শতরান। হোবার্ট হারিকেনসের (Hobart Hurricanes) হয়ে ডেভিড ওয়ার্নারের (David Warner) সিডনি থান্ডারের (Sydney Thunder) বিরুদ্ধে ৪২ বলে ১০৮ রান করেন ওয়েন। তিনি ৬টি বাউন্ডারি এবং ১১টি ওভার-বাউন্ডারি মারেন। এই পারফরম্যান্সের পরেই ওয়েনকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনা শুরু হয়ে যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।